অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে কয়েকটি সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। এর মধ্যে অন্যতম হলো—অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন করা।

সংবিধান সংস্কার কমিটির সুপারিশগুলো হলো—রাষ্ট্রের পাঁচ মূল নীতি হবে—সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। সাংবিধানিক কাউন্সিল গঠন করতে হবে এবং জাতীয় নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টা ড.

মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ। এদিন চার সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে। 

সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দাখিলের পর অন্তর্বর্তী সরকার আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সংস্কারের মূল বিষয় গণঅভ্যুত্থান। সংস্কারের ক্ষেত্রে সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে চার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পরে সংস্কার কমিশন ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে বিষয়গুলো চূড়ান্ত করা হবে।

ঢাকা/হাসান/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র র

এছাড়াও পড়ুন:

শ্রীপুর থেকে সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ -৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল।

এর আগে, গত রাত ১২টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চয়ন ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের মাযহারুল ইসলামের ছেলে। তিনি সিরাজগঞ্জ -৬ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন নিয়ে বিজয়ী হয়েছিলেন।

গত বছরের নভেম্বর মাসে চয়ন ইসলামসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে একটি চাঁদাবাজির মামলা হয়। তার বিরুদ্ধে আরো মামলা আছে।

ওসি বলেন, ‘‘গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সাবেক এমপি চয়ন ইসলাম টেপিরবাড়ি গ্রামের একটি বাসায় আত্মগোপনে রয়েছেন। পরে পুলিশ, স্থানীয় ছাত্র-জনতা এবং শ্রীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’’

স্থানীয় সূত্রে জানা গেছে, চয়ন ইসলাম ওই বাড়িতে প্রায় দুই মাস ধরে অবস্থান করছিলেন।

ঢাকা/রফিক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ