বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ইসলামী ছাত্রশিবির প্রকাশ্যে এসেছে। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম আজ মঙ্গলবার ফেসবুকে পোস্ট দিয়ে তার পরিচয় প্রকাশ করেন। ২০১১ সালে ববি প্রতিষ্ঠার পর এই প্রথম ক্যাম্পাসে শিবিরের আত্মপ্রকাশ হলো। 

জানা যায়, আমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। ববি শাখা শিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে আগামীকাল বুধবার থেকে দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু হবে। এ উৎসবকে ঘিরে ফেসবুকে পোস্ট করে সভাপতি আত্মপ্রকাশ করেন। তিনি জানান, খুব শিগগিরিই সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। 

একাধিক শিক্ষার্থী জানান, আমিনুল ক্যাম্পাসে শিবির কর্মী হিসাবে পরিচিত ছিল। তবে প্রকাশ্যে কোনো কার্যক্রমে তাকে দেখা যায়নি। মঙ্গলবার ফেসবুকে নিজেকে সভাপতি হিসাবে পরিচয় দেন। 

আমিনুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার উন্মুক্ত স্থান। আমরা চাই শিক্ষার্থীদের মেধা উন্নয়নে কাজ করতে। বিগত ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের ভয়ে প্রকাশ্যে আসতে পারেননি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ সব ক ইসল ম

এছাড়াও পড়ুন:

বিএসএফের থেকে ২ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

ঠাকুরগাঁওয়ে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া দুই বাংলাদেশিকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

বিজিবি জানায়, গত বুধবার রাত পৌনে ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের বেতনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৬৬/১-এস-এর বিপরীতে ভারতের কাদেরগঞ্জ ক্যাম্পের টহলদল দুই বাংলাদেশিকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন, রানীশংকৈল উপজেলার যোগীপাড়া গ্রামের দুলাল শীলের ছেলে বিকাশ শীল (২২) ও মদন নাথের ছেলে পূর্ণ নাথ (২৬)।

বিএসএফ জানায়, ওই সময় আরও তিনজন বাংলাদেশি পালিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন। পরে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করে এবং আটকদের ফেরত আনার জন্য সমন্বয় করে। বৃহস্পতিবার সীমান্ত পিলার ৩৬৬/২-এস-এর কাছে ভারতের মানিকখাড়ী এলাকায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

পরে বিজিবি আটক দুই ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হরিপুর থানায় সোপর্দ করে।

সম্পর্কিত নিবন্ধ