৮৩ সালে হারিয়ে ফেলা বাবা-মাকে খুঁজছেন জাহাঙ্গীর
Published: 5th, July 2025 GMT
হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে ১৯৮৩ সালে হারিয়ে যান জাহাঙ্গীর। তখন তার বয়স ৬ বছর। এখন তিনি ৪৮ বছরের মধ্যবয়স্ক এক ব্যক্তি। বাবা-মাকে খুঁজে পেতে তিনি চুনারুঘাটে এসেছেন।
গত বৃহস্পতিবার জাহাঙ্গীর সুনামগঞ্জ থেকে চুনারুঘাট এসে ব্যবসায়ী আব্দুর রহিম শ্যামলের কাছে বিস্তারিত জানিয়ে তার সহযোগিতা চান।
জাহাঙ্গীর জানান, তিনি প্রায় ৬ বছর বয়সে হারিয়ে গিয়েছিলেন। তার বাড়ি চুনারুঘাট। এটুকুই তিনি বলতে পারেন। বাবা-মায়ের নাম কিংবা গ্রামের নাম বলতে পারেন না। তার আর কিছুই স্মরণে নেই।
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পশ্চিম মাতগাঁও গ্রামের জারু মিয়া জাহাঙ্গীরকে পেয়ে লালন-পালন করেন। তিনিই তাকে ‘জাহাঙ্গীর’ নাম দেন। এবং নিজের ছেলে বলে এলাকায় পরিচিত করান। জারু মিয়ার কাছেই জাহাঙ্গীর বড় হন। বিয়ের পর তিনি এখন ৪ সন্তানের বাবা। জারু মিয়া মারা যাওয়ার আগে তার অপর দুই সন্তানকে সম্পদ দিয়ে গেলেও জাহাঙ্গীরকে কোনো সম্পদ দেননি। এখান থেকেই জারু মিয়ার পরিবারের সঙ্গে টানাপোড়েনের সূত্রপাত। পরে এলাকাবাসীর মাধ্যমে জাহাঙ্গীর জানতে পারেন তার আসল পরিচয়। এরপর তিনি বাবা-মাকে খুঁজতে চুনারুঘাট এসেছেন বলে জানান জাহাঙ্গীর।
জাহাঙ্গীর বর্তমানে চুনারুঘাট মিরাশী ইউনিয়নের চামলতলী গ্রামের বাসিন্দা মিলন মিয়ার কাছে রয়েছেন। তিনি তার বাবা-মায়ের খোঁজে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।
তিনি এলাকাবাসীর কাছে এ বিষয়ে সহযোগিতা চান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঢাকা/মামুন//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।