রাঙামাটিতে ম্যালেরিয়ায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু
Published: 13th, July 2025 GMT
রাঙামাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সুদীপ্তা চাকমা নামে ১০ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। প্রায় ৯ বছর পর ম্যালেরিয়ায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেছে জেলাটিতে। সুদীপ্তা চাকমা সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের বন্দুকভাঙা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
হাসপাতালের চিকিৎসক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন সুদীপ্তা চাকমা। রোগনির্ণয় পরীক্ষা না করে চিকিৎসকের পরামর্শে তাকে ওষুধ খাওয়ানো হচ্ছিল। জ্বর না কমায় গত শুক্রবার পরীক্ষা করালে তার ম্যালেরিয়া ধরা পড়ে। এরপর অবস্থার অবনতি হলে গতকাল শনিবার সকালে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।
জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সুচিত্র চাকমা প্রথম আলোকে বলেন, প্রথমে সর্দি-জ্বর ভেবে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়নি। তবে ম্যালেরিয়া শনাক্ত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে শিশুটির মৃত্যু হয়।
বন্দুকভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরুণ চাকমা বলেন, ম্যালেরিয়ার মৃত্যুর ঘটনা কমে আসায় মানুষ এই রোগকে তেমন গুরুত্ব দেয়নি। নতুন করে একজনের মৃত্যুর খবরে এলাকায় ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো.
রাঙামাটি জেলা সিভিল সার্জন নূয়েন খীসা প্রথম আলোকে বলেন, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু খবর পাওয়া গেছে। এলাকাটি দুর্গম হওয়ায় এবং মানুষের অসচেতনতার কারণে সঠিক চিকিৎসা না পেয়ে শিশুটি মারা গেছে। ২০১৬ সাল থেকে দীর্ঘ ৯ বছর পর নতুন করে মৃত্যুর ঘটনা ঘটল।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন
যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি দেশের একজন সফল উদ্যোক্তা। খবর বিজ্ঞপ্তি
যমুনা ব্যাংকের ওয়েবসাইটের তথ্যানুসারে, মো. বেলাল হোসেন ১৯৫৬ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। ব্যবসা-বাণিজ্যের জগতে তাঁর পরিবারের দেশ-বিদেশে সুনাম আছে। পরিবারের মালিকানাধীন বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান ছাড়াও আছে নানা ধরনের ক্ষুদ্র ও বৃহৎ খাদ্যশস্য শিল্প। তিনি একজন বিশিষ্ট আমদানিকারক ও রপ্তানিকারক। বর্তমানে তিনি বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড, বিএইচ হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, নাদিয়া ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ও বিএইচ স্পেশালাইজড কোল্ডস্টোরেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বেলাল হোসেন নওগাঁ, দিনাজপুর ও হিলি অঞ্চলের বিভিন্ন ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০০৪ সালে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের এডিজিপি ফেলো মেম্বারশিপ সম্মাননা লাভ করেন। ২০০৫ সালে এফএনএস বিজনেস অ্যাওয়ার্ডে সেরা কৃষিভিত্তিক শিল্প উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পান।
বেলাল হোসেন নওগাঁ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নওগাঁ এবং বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতি, ঢাকার কার্যনির্বাহী সদস্য।