আষাঢ়ের শেষ সপ্তাহে টানা ৫ দিনের বৃষ্টিতে নোয়াখালীর কৃষকদের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ভেসে গেছে। জেলায় সাত হাজার ৩১৬ হেক্টর ফসলি জমির আউশ ধান, আমন ধানের বীজতলা ও শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে। কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। 

সরেজমিন দেখা যায়, অব্যাহত বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় জেলার বিভিন্ন এলাকার ফসলি মাঠ পানির নিচে নিমজ্জিত হয়েছে।  কৃষকরা আউশ ধান ও আমন ধান রোপণের জন্য প্রস্তুত করা বীজতলার চারা গাছ বাঁচাতে পারেননি। ফলে আসন্ন আমন ধানের মৌসুমে ধান উৎপাদনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। 
জেলার সদর, সুবর্ণচর, কবির হাট, কোম্পানীগঞ্জ, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় টানা বর্ষণে জলাবদ্ধতা দেখা দেয়। বৃষ্টির পানি ধীরগতিতে নামায় এ সমস্যা মারাত্মক আকার ধারণ করছে বলে কৃষকরা জানান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয় সূত্র জানায়, বৃষ্টির পানিতে সাত হাজার ৩১৬ হেক্টর জমির আউশ ধান, আমন ধানের বীজতলা ও শাকসবজির মাঠ পানিতে ডুবে যায়। এর মধ্যে আউশ ধান তিন হাজার ৫৯২ হেক্টর, আমন ধানের বীজতলা (ধানের চারা) এক হাজার ১৭৩ হেক্টর, গ্রীষ্মকালীন শাকসবজি এক হাজার ৮০০ হেক্টর, শরৎকালীন শাকসবজি ৭২৫ হেক্টর, গ্রীষ্মকালীন টমেটো এক হেক্টর, অফসিজন তরমুজ দুই হেক্টর, মরিচ ১৬ হেক্টর, পাট দুই হেক্টর।

সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রামের কৃষক আব্দুস শহীদ বলেন, ‘ব্যাংক থেকে ঋণ নিয়ে তিন একর জমিতে আউশ ধান চাষ করেছি। ওই জমিতেই আমন চাষ করার জন্য ৩০ কেজি ধানের বীজতলা করেছিলাম। গত পাঁচ দিনের টানা বৃষ্টিতে আউশ ধান ও বীজতলা ৫ ফুট পানির নিচে তলিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘অনেক আশা ছিল আউশ ধান ঘরে তুলে পরিবারের খাবারের জন্য রেখে বাকিটা বিক্রি করে ঋণ পরিশোধ করব। ধান বেচে ছেলেমেয়েদের পড়াশোনার খরচ মোটানোর আশাও ছিল। কিন্তু সর্বনাশা বৃষ্টি আমার সব স্বপ্ন ভাসিয়ে দিল। এখন সংসার কীভাবে চলবে এবং ঋণের টাকা কীভাবে শোধ করব সেই চিন্তায় আছি।’

অশ্বদিয়া ইউনিয়নের মুকিমপুর গ্রামের কৃষক আবুল কাশেম জানান, তার দেড় একর জমির আউশ ধান, চাষ করা ১০০ বস্তা আদা, পেঁপে বাগান, ৩০ শতক জমির আমন বীজতলা ৪-৫ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এতে তার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঋণ নিয়ে চাষাবাদ করা এই কৃষক বলেন, ‘আউশ ধান, পেঁপে ও আদা বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু বৃষ্টির পানিতে আমার স্বপ্ন ভেসে গেছে।’

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মসরিফুল হাসান বলেন, ‘উপজেলায় ৫১০ হেক্টর আমন বীজতলা, ২ হাজার ২২০ হেক্টর আউশ ধান ও ২৮০ হেক্টর শরৎকালীন শাকসবজি বৃষ্টির পানিতে ভেসে গেছে।’

সুবর্ণচর উপজেলা-কৃষি কর্মকর্তা মো.

হারুনুর রশিদ বলেন, ‘উপজেলায় ৫০০ হেক্টর আউশ ধান ও ৫০০ হেক্টর আমন বীজতলা নিমজ্জিত হয়েছে। চরজব্বর ও চর জুবলি ইউনিয়নে বেশি ক্ষতি হয়েছে।’

হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাসেত সবুজ বলেন, ‘উপজেলার তমরুদ্দি, নলচিরা, চরকিং, সুখচর ও নিঝুমদ্বীপ ইউনিয়নের আউশ ধান ও আমন বীজতলা পানিতে ডুবে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলমান রয়েছে। হাতিয়া উপজেলার বেড়িবাঁধের বাইরে আউশ ধান ও আমনের বীজতলা ভেসে গেছে।’

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক মীরা রাণী দাস বলেন, ‘আমরা বৃষ্টির মধ্যে মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সাথে কথা বলেছি। জলাবদ্ধতায় নিমজ্জিত ফসল রক্ষায় বিভিন্ন কৌশল ও পন্থা বের করার পরামর্শ দিয়েছি। গত শুক্রবার সকাল থেকে রোদ উঠেছে, আশা করা যাচ্ছে নিমজ্জিত ফসলের অনেকাংশ রক্ষা পাবে।’

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জে এক রাতের বৃষ্টিতে ৪৪৫৯ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে

চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার (৩১ অক্টোবর) রাতভর বৃষ্টিতে পাকা-আধাপাকা ধান, ভুট্টা, শাকসবজির ক্ষেত ডুবে গেছে। এতে জেলায় প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমির আবাদি ফসল ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে জেলা কৃষি অফিস।  

স্থানীয় কৃষি বিভাগ বলছে, জেলার শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ১৯১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে গত ১০ বছরে একরাতে এমন বৃষ্টির রেকর্ড নেই।  

আরো পড়ুন:

তেঁতুলিয়ায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত, মিলেছে শীতের আভাস

গাছ থেকে সাইনবোর্ড ও পেরেক তোলার অভিযান হিলি পৌরসভার

লঘুচাপের প্রভাবে শুক্রবার (৩১ অক্টোবর) সারা দিন আকাশ মেঘলা ছিল। সন্ধ্যার পরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। রাত সাড়ে ৮টার পর জেলাজুড়ে ভারী বৃষ্টিপাত হতে থাকে। 

জেলার বিদিরপুর এলাকার আমন ধান চাষি আমানউল্লাহ বলেন, ‘‘আমার দুই বিঘা জমির ধান পুরোপুরি ডুবে গেছে। কয়েক দিন পরে ধান কাটা শুরু হতো। শেষ মুহূর্তে দুর্যোগের কবলে পড়ে অধিকাংশ ধান শেষ হয়ে গেছে।’’ একই এলাকার আরেক চাষি আলমগীর হোসেন বলেন, ‘‘আমরা কল্পনাও করিনি এই সময়ে এসে এত বৃষ্টি হবে।’’    

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন, ‘‘ভারী বৃষ্টিতে জেলায় ৪ হাজার ৪৫৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ২ হাজার ২৩৫ হেক্টর রোপা আমন ধান, ৩৭ হেক্টর আলু, ৯১৭ হেক্টর সরিষা, ৩১৬ হেক্টর শাকসবজি, ২৪৪ হেক্টর পেঁয়াজ, ২৫০ হেক্টর মাসকলাই, ৬৮ হেক্টর ভূট্টা, ১৩ হেক্টর স্ট্রবেরি এবং ৩৭৯ হেক্টর রসুন রয়েছে।’’  

তিনি আরো বলেন, ‘‘বৃষ্টিতে পাকা ধান হেলে পড়েছে, সেগুলো কিছুটা ক্ষতি হবে। এর পাশাপাশি শাকসবজির কিছুটা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।’’ 

তবে জমি থেকে পানি দ্রুত নেমে গেলে এবং আর বৃষ্টি না হলে ফসলের বেশি ক্ষতি হবে না বলেও জানান তিনি। 

ঢাকা/শিয়াম/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • চাঁপাইনবাবগঞ্জে এক রাতের বৃষ্টিতে ৪৪৫৯ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে