এসডিজি বাস্তবায়নকে রাজনৈতিক অঙ্গীকারের সঙ্গে যুক্ত করার তাগিদ
Published: 13th, July 2025 GMT
টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নকে রাজনৈতিক অঙ্গীকারের সঙ্গে সুস্পষ্টভাবে যুক্ত করা উচিত। এটি করলে দীর্ঘমেয়াদি নীতি নির্ধারণ ও জবাবদিহি নিশ্চিতের ক্ষেত্রে তা সহায়ক হবে।
রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে গতকাল অনুষ্ঠিত সাসটেইনেবিলিটি সামিটে এমন তাগিদ এসেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকিজ বশির গ্রুপ এবং এসএমসি এন্টারপ্রাইজের সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ সিইও এবং নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব বলেন, ‘টেকসইতা এখন আর কোনো বিকল্প নয়, এটিই ভবিষ্যৎমুখী ব্যবসার ভিত্তি।
সাসটেইনেবিলিটি সামিটের দ্বিতীয় আসরের মাধ্যমে আমরা এমন একটি শক্তিশালী সংলাপ তৈরি করতে চাই, যা নেতৃস্থানীয় ব্যক্তিদের একত্র করে কার্যকর উদ্যোগে অনুপ্রাণিত করবে, উদ্ভাবনকে উৎসাহ দেবে এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে সম্মিলিত যাত্রাকে ত্বরান্বিত করবে। এখনই আমাদের সচেতন ও জরুরি পদক্ষেপ নেওয়ার সময়।’
এ বছরের সামিটে মূল বক্তব্য দেন লিন্ডে বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক শেহজাদ মুনিম, এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিষয়ক ইউনেস্কো চেয়ার অধ্যাপক ড.
শেহজাদ মুনিম বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন এখন কেবল একটি বিকল্প নয়, টিকে থাকার শর্ত। এ লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদি সংস্কার এবং আন্তঃখাত সহযোগিতা প্রয়োজন। পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) কোনো দাতব্য কাজ নয়, এটি ব্যবসা ও শাসন ব্যবস্থার মূল চালিকাশক্তি হওয়া উচিত। তিনি বলেন, পানি সংরক্ষণ কৌশল মিথেন গ্যাস নির্গমন হ্রাসে সহায়তা করতে পারে এবং কার্বন ট্রেডিংয়ের সম্ভাবনাময় বাজারে প্রবেশের পথ খুলে দিতে পারে।
উৎস: Samakal
কীওয়ার্ড: এসড জ
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।