চট্টগ্রামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে নগরের ২ নম্বর গেট এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পাঁচলাইশ থানা–পুলিশ।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা হলেন ইনজামামুল হক ওরফে জসিম। তিনি পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পটিয়ার কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গ্রেপ্তারের পর পাঁচলাইশ থানা–পুলিশ তাঁকে পটিয়া থানায় হস্তান্তর করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ইনজামাম তাঁর পরিচিত কয়েকজনকে নিয়ে নগরের দুই নম্বর গেট এলাকায় একটি রেস্তোরাঁয় খেতে আসেন। সেখানে তাঁকে দেখতে পেয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা পুলিশকে খবর দেন। পরে পাঁচলাইশ থানা-পুলিশ এসে ইনজামামুলকে নিয়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের মুখ্য সংগঠক তওসিফ ইমরোজ প্রথম আলোকে বলেন, লোকজন নিয়ে একটি রেস্তোরাঁয় খেতে আসেন আওয়ামী লীগ নেতা ইনজামামুল। তাঁর বিরুদ্ধে আন্দোলনে হামলা ও গুলি করার মামলা রয়েছে। বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ এসে তাঁকে নিয়ে যায়।

জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান আজ রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গত বছরের ৪ আগস্ট হামলা ও গুলি করার অভিযোগে ইনজামামুলের বিরুদ্ধে মামলা রয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ইনজামামুলকে থানায় নিয়ে আসে। পরে তাঁকে পটিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলি করার মামলায় আসামি ইনজামামুলকে আদালতে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইনজ ম ম ল আওয় ম

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ