নতুন আন্তনাক্ষত্রিক বস্তু প্রাচীন কোনো ধূমকেতু হতে পারে
Published: 13th, July 2025 GMT
১ জুলাই সৌরজগতের ভিন্ন নক্ষত্র থেকে একটি রহস্যময় বস্তু প্রবেশ করে। সেই বস্তুটিকে বিজ্ঞানীরা এখন পর্যন্ত খোঁজ পাওয়া সবচেয়ে প্রাচীন ধূমকেতু হতে পারে বলে মনে করছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, আন্তনাক্ষত্রিক বস্তু ৩আই/অ্যাটলাস প্রায় ৭০০ কোটি বছর বয়সী হতে পারে। সেই হিসাবে আমাদের সৌরজগতের চেয়ে ৩০০ কোটি বছরের পুরোনো এই বস্তু। সৌরজগতে বিস্তৃত বিভিন্ন ধূমকেতুর তুলনায় ৩আই/অ্যাটলাসের হাইপারবোলিক গতিপথ প্রমাণ করে এটি আমাদের সৌরজগতের কোনো বস্তু নয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ম্যাথিউ হপকিন্স বলেন, হ্যালির ধূমকেতুর মতো সব অ-নাক্ষত্রিক ধূমকেতু সৌরজগতের গঠনের একই সময়ে গঠিত হয়েছিল। এ জন্য এদের বয়স ৪৫০ বছর পর্যন্ত হতে পারে।
বিজ্ঞানীরা মনে করছেন সম্ভাব্য এই ধূমকেতুতে বরফ থাকতে পারে। পরিসংখ্যানগত পদ্ধতি অনুসরণ করে বলা হচ্ছে, বস্তুটি সম্ভবত আমাদের দেখা সবচেয়ে প্রাচীন ধূমকেতু। বস্তুটিকে প্রাথমিকভাবে ১ জুলাই চিলির অ্যাটলাস সার্ভে টেলিস্কোপ দিয়ে শনাক্ত করা হয়। সূর্য থেকে প্রায় ৬৭ কোটি কিলোমিটার দূরে প্রথম তখন পর্যবেক্ষণ করা হয়। পৃথিবী ও বৃহস্পতির মধ্যকার প্রায় সমান দূরত্বে এর অবস্থান। টেলিস্কোপ দিয়ে দেখা যাচ্ছে বস্তুটি।
অন্য নক্ষত্র থেকে আমাদের সৌরজগতে আসা এটি তৃতীয় বস্তু। অন্য দুটি বস্তুর চেয়ে ৩আই/অ্যাটলাস ধুলাআর বরফের মতো উদ্বায়ী উপাদান নিয়ে ছুটছে। বস্তুটির বয়স বেশি হওয়ার কারণ জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। আগের খোঁজ পাওয়া আন্তনাক্ষত্রিক বস্তুর তুলনায় মিল্কিওয়ের সম্পূর্ণ ভিন্ন অঞ্চল থেকে এই বস্তু এসেছে।
বস্তুটি সম্ভবত মিল্কিওয়ের থিক ডিস্ক এলাকায় তৈরি হয়েছিল। এই এলাকায় পুরোনো তারার অঞ্চল দেখা যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতিঃপদার্থবিদ ক্রিস লিন্টট বলেন, এটি সম্ভবত ছায়াপথের এমন একটি অংশ থেকে এসেছে, যেখানে আমরা কোনো বস্তু কখনো দেখিনি। এই ধূমকেতুটি সৌরজগতের চেয়ে পুরোনো হওয়ার দুই-তৃতীয়াংশ সম্ভাবনা রয়েছে।
সূত্র: এনডিটিভি
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স রজগত র আম দ র বস ত ট
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এবং লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে।
জাতীয় ক্রিকেট লিগসিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২
ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
প্যারিস মাস্টার্স ফাইনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ৫
ওয়েস্ট হাম-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
বার্সেলোনা-এলচে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ
হেল্লাস-ইন্টার মিলান
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন
এসি মিলান-রোমা
রাত ১-৪৫ মি., ডিএজেডএন