মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ভাকুম এলাকায় একটি প্লাস্টিক বস্তা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার মূল্যবান যন্ত্রপাতি, কাঁচামাল ও উৎপাদিত পণ্য পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ‘নিলিমা ব্যাগ মিল লিমিটেড’ নামের কারখানাটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিঙ্গাইর ফায়ার সার্ভিস ছাড়াও মানিকগঞ্জ ও সাভারের হেমায়েতপুর চামড়াশিল্প এলাকা থেকে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সেনাবাহিনীর একটি দলও উদ্ধারকাজে সহায়তা করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানার এক শ্রমিক ফাহিম হোসেন বলেন, একটি আইপিএস (ইনভার্টার) থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়।

কারখানার মালিক আনিসুর রহমান বলেন, আগুনে তাঁর ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

সিঙ্গাইর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মহিবুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ