পুকুরে জাল ফেলে তোলা হলো দুই বোনের লাশ
Published: 19th, August 2025 GMT
নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই দুই বোন হলো বিবি মরিয়ম (১০) ও সিদরাতুল মুনতাহা (৬)। তারা ওই গ্রামের প্রবাসী মো. বেলাল হোসেনের মেয়ে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের ধারণা, হাত–মুখ ধুতে গিয়ে পুকুরে পড়ে যাওয়ার পর পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বোন স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। সকাল সাড়ে ছয়টার দিকে তারা একসঙ্গে বসতঘরের পাশের পুকুরঘাটে হাত–মুখ ধোয়ার জন্য যায়। বেশ কিছুক্ষণ পরেও ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা তাদের সন্ধানে পুকুরঘাটে যান। সেখানে গিয়ে ঘাটে দুই বোনের জুতা পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে জাল ফেলে ওই দুই বোনকে পুকুরে খোঁজা শুরু করেন স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে জালে ওই দুই বোনের লাশ উঠে আসে।
সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে সেনবাগ থানা–পুলিশ। জানতে চাইলে সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, হাত–মুখ ধোয়ার পর পুকুরঘাটে আটকে থাকা শামুক সংগ্রহ করতে গিয়ে দুই বোন পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫