মানিকগঞ্জে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
Published: 19th, August 2025 GMT
মানিকগঞ্জের শিবালয় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) রাতে ঢাকার নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি নাশকতা মামলার আসামি।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন। এর আগে তাকে আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
মজিবর রহমান শিবালয় উপজেলার তেঘড়ি গ্রামের মৃত শেখ অহেদ আলীর ছেলে। গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের মতো তিনিও গা ডাকা দিয়েছিলেন।
আরো পড়ুন:
নীলফামারীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিএনপি-ছাত্রদলের ৮ জনের নামে মামলা, ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার
শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী জানান, গত ৫ আগস্ট শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতার ঘটনায় শিবালয় থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামি হিসেবে মজিবরকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় এজাহার নামীয় ও তদন্তে প্রাপ্ত জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
ঢাকা/চন্দন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ আগস ট
এছাড়াও পড়ুন:
যশোরে সড়ক দুর্ঘটনায় এসআইসহ নিহত ৩
যশোরে বাঁশ বোঝাই ট্রাকে বাসের ধাক্কায় পুলিশের এসআইসহ তিনজন মারা গেছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুড়া বাজার সংলগ্ন ব্রিজের কাছে যশোর-নড়াইল মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তারা।
আরো পড়ুন:
বরিশালে দুই বাসের সংঘর্ষে আহত ৬
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মুজিদ হাওলাদারের ছেলে ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম জাফর আলী, বসুন্দিয়া আহমেদ আলীর ছেলে আক্তার হোসেন, বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা এলাকার নিশিকান্ত অঢ্যের ছেলে এসআই নিক্কন অঢ্য।
তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, নড়াইল-যশোর মহাসড়কের ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশ বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেসের’ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান বাসযাত্রী আক্তার হোসেন।
আশঙ্কাজনক অবস্থায় স্বেচ্ছাসেবক দলের কর্মী আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। হাসপাতালে নেওয়ার পর আবু জাফরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয় তাকে। রাত সাড়ে ১২ টার দিকে চিকিৎসক নিক্কনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, এসআই নিক্কন আঢ্য ৩৭ ব্যাচে আউটসাইড ক্যাডেট হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্তে কেন্দ্রে যোগ দেন। এর আগে তিনি র্যাবে কর্মরত ছিলেন।
তুলারামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, স্বেচ্ছাসেবক দলনেতা জাফর ও আক্তারের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ কর্মকর্তার মরদেহ নড়াইল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/রিটন/মাসুদ