বঙ্গোপসাগরে আল আমীনের জালে এবার ধরা পড়ল ২৪ কেজির কোরাল
Published: 19th, August 2025 GMT
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলে আল আমীনের জালে চার দিনের ব্যবধানে আবারও একটি বড় কোরাল মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর জালে ধরা পড়ে ২৪ কেজি ওজনের একটি কোরাল।
আল আমীন বলেন, সকালে তিনি মাছ ধরতে সাগরে যান। জাল টানার সময় বুঝতে পারেন বড় কোনো মাছ আটকা পড়েছে। পরে জাল টেনে তুললে দেখা যায় বড় একটি কোরাল আটকা পড়েছে।
সাগর থেকে ফিরে আল আমীন মাছটি বিক্রির জন্য কুয়াকাটা পৌরসভার মাছ বাজারে নিয়ে যান। সেখানে ওজন করে দেখা যায় মাছটির ওজন ২৪ কেজি। পৌরসভার মৎস্য ব্যবসায়ী বশির গাজী মাছটি কেজিপ্রতি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ৩৬ হাজার টাকায় কিনে নেন।
বশির গাজী বলেন, মাছটি তিনি ঢাকায় পাঠিয়েছেন। ঢাকায় কেজিপ্রতি ১ হাজার ৭০০ টাকা দরে বিক্রি করতে পারবেন বলে তাঁর আশা।
এর আগে ১৫ আগস্ট আল আমীনের জালেই ধরা পড়ে ২১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কোরাল। সেটি নিলামের মাধ্যমে ব্যবসায়ী খলিল হাওলাদার কেজিপ্রতি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ৩৪ হাজার ৮৮০ টাকায় কিনে নিয়েছিলেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মৎস্য সম্পদ রক্ষায় জেলেদের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। জেলেরা নিষেধাজ্ঞা মেনে চলায় এখন বড় বড় মাছ ধরা পড়ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫