পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলে আল আমীনের জালে চার দিনের ব্যবধানে আবারও একটি বড় কোরাল মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর জালে ধরা পড়ে ২৪ কেজি ওজনের একটি কোরাল।

আল আমীন বলেন, সকালে তিনি মাছ ধরতে সাগরে যান। জাল টানার সময় বুঝতে পারেন বড় কোনো মাছ আটকা পড়েছে। পরে জাল টেনে তুললে দেখা যায় বড় একটি কোরাল আটকা পড়েছে।

সাগর থেকে ফিরে আল আমীন মাছটি বিক্রির জন্য কুয়াকাটা পৌরসভার মাছ বাজারে নিয়ে যান। সেখানে ওজন করে দেখা যায় মাছটির ওজন ২৪ কেজি। পৌরসভার মৎস্য ব্যবসায়ী বশির গাজী মাছটি কেজিপ্রতি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ৩৬ হাজার টাকায় কিনে নেন।

বশির গাজী বলেন, মাছটি তিনি ঢাকায় পাঠিয়েছেন। ঢাকায় কেজিপ্রতি ১ হাজার ৭০০ টাকা দরে বিক্রি করতে পারবেন বলে তাঁর আশা।

এর আগে ১৫ আগস্ট আল আমীনের জালেই ধরা পড়ে ২১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কোরাল। সেটি নিলামের মাধ্যমে ব্যবসায়ী খলিল হাওলাদার কেজিপ্রতি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ৩৪ হাজার ৮৮০ টাকায় কিনে নিয়েছিলেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মৎস্য সম্পদ রক্ষায় জেলেদের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। জেলেরা নিষেধাজ্ঞা মেনে চলায় এখন বড় বড় মাছ ধরা পড়ছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ 

ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।

বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা। 

রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান। 

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।

বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

তথ্যসূত্র: বাসস

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ