মানসিক ভারসাম্য হছাত্রদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
Published: 19th, August 2025 GMT
লক্ষ্মীপুরে ছাত্রলীগ-যুবলীগের হামলায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা ছাত্রদল নেতা সুলতান বাপ্পীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বাপ্পীর উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে পরিবারের লোকজন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
মামুন বলেন, ‘‘সুলতান বাপ্পী ছাত্রদলের সক্রিয় নেতা ছিলেন। সবশেষ খালেদা জিয়ার অসুস্থার সময় দোয়া চেয়ে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করলে ছাত্রলীগ-যুবলীগের ক্যাডারদের দফায় দফায় হামলায় বাপ্পী অসুস্থ হয়ে পড়েন। পরে মানসিক ভারসাম্য হারালে তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হতো। দীর্ঘদিন তিনি শয্যাশায়ী ছিলেন।’’
‘‘সম্প্রতি তাকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। বাপ্পীকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তিনি চিকিৎসার দায়িত্ব নিয়েছেন,’’ বলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক।
খোঁজ নিয়ে জানা যায়, তারেক রহমানের নির্দেশে সোমবার (১৮ আগস্ট) বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নেতা-কর্মীদের নিয়ে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের রমারখিল গ্রামে সুলতান বাপ্পীর বাড়িতে যান। এ সময় মোবাইল ফোনে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ভিডিও কলে বাপ্পীর সঙ্গে কথা বলেন। তারেক রহমান বাপ্পীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন বলে জানান তারা।
উল্লেখ্য, বাপ্পী সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং স্থানীয় রমারখিল গ্রামের আইশার বাড়ির আব্দুল লতিফ সরকারের ছেলে।
বাপ্পীর ভাই মো.
তিনি বাপ্পীর সুস্থতা কামনা করে দোয়া চান এবং হামলায় জড়িত সবার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
ঢাকা/লিটন
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত র ক রহম ন ছ ত রদল র স
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন