সাকিব আল হাসানের বলে ছক্কা হাঁকালে উইকেটও হারাতে হয়, ক্রিকেট প্রেমিদের মুখে-মুখে এমন কথার ‘চলন’ আছে। যা সম্পূর্ণই ‘মিথ’। তবে অতীতে এমন কিছু দেখা গেছে কয়েকবার। আবার কখনো হয়নি-ও।   

রোববার ক‌্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এমন কিছুরই দেখা মিলল। সাকিবের বলে ছক্কা হাঁকানোর দুই বল পরই মোহাম্মদ রিজওয়ান সহজ ক‌্যাচ দেন সাকিবের হাতে। বল মুঠোবন্দি করতেই ইতিহাসের অক্ষয় কালিতে সাকিব লিখে ফেলেন নিজের নাম। 

আরো পড়ুন:

সাকিবের ব্যাটে ব্যর্থতা, বল হাতে অবদান, জিতে শীর্ষে অ্যান্টিগা

ব্যাটে-বলে অনুজ্জ্বল সাকিব, তবুও অ্যান্টিগার জয়

স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের স্বাদ পেয়েছেন বাংলাদেশের সুপারস্টার। ক্রিকেট বিশ্বের পঞ্চম বোলার হিসেবে সাকিব ৫০০ উইকেটের দেখা পেলেন। তার উপরে আছেন ইমরান তাহির (৫৫৪), সুনীল নারিন (৫৯০), ডোয়াইন ব্রাভো (৬৩১) ও রশিদ খান (৬৬০)।

তবে তাদেরকে ছাড়িয়ে অনন‌্য এক নজির গড়েছেন সাকিব। অসাধারণ এক ডাবলে নিজের নাম তুলেছেন। ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেট এবং ৭০০০ রানের কীর্তি গড়েছেন সাকিব। 

৭০০০ রান সাকিব অনেক আগেই ছুঁয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৫৬ ম‌্যাচে তার রান ৭৫৮৫। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম‌্যাটে ৭ হাজারের বেশি রান আছে আরো অনেক ক্রিকেটারেই। তবে বোলিংয়ে একই সঙ্গে ৫০০ উইকেট পাননি আর কেউ। 

সাকিব এলিট ক্লাব খুললেন রোববার। অ‌্যান্টিগা ও বারবুডা ফ‌্যালকনসের হয়ে এদিন ১৫তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। নিজের প্রথম ওভারে সেন্ট কিটস ও নেভিস পেট্রিয়টসের ব‌্যাটসম‌্যান রিজওয়ানের উইকেট নিয়ে রেকর্ডের পাতায় নাম তোলেন। 

আগের চার ম‌্যাচে তার উইকেট ছিল কেবল ১টি। রেকর্ড গড়ার দিনে দ্বিতীয় ওভারে বোলিংয়ে ফিরে আরো ২ উইকেট নেন। সব মিলিয়ে ২ ওভার হাত ঘুরিয়ে ১১ রানে ৩ উইকেট নেন। জ্বলে উঠার দিনে সাকিব ছিলেন দলের সেরা।  

ব‌্যাটিংয়েও দায়িত্বশীল ছিলেন সাকিব। দলের অতি গুরুত্বপূর্ণ সময়ে ব‌্যাটিংয়ে নেমে ১৭ বলে ২৫ রান করেন। বাঁহাতি স্পিনার আশমেয়াদ নেডকে ছক্কা ও চার উড়ান চোখের পলকে। পূরণ করেন সিপিএলে ৫০০ রানের মাইলফলক। পরে নাসিম শাহকে ফ্লিক করে ছক্কা উড়িয়ে দলের রান একশতে নিয়ে যান বাঁহাতি ব‌্যাটসম‌্যান। দলের জয়ের থেকে ২৮ রান দূরে থাকতে সাকিব আউট হন বিডাইসির বলে। তার অলরাউন্ড পারফরম‌্যান্সে জয়ে ফিরেছে অ‌্যান্টিগা। 

সেন্ট কিটসকে ১৩৩ রানে আটকে রেখে অ‌্যান্টিগা ম‌্যাচ জিতে নেয় ৭ উইকেটে। ইতিহাস গড়ার দিনে মৌসুমের প্রথম ম‌্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সাকিব। যা টি-টোয়েন্টিতে তার ৪৪তম ম‌্যাচ সেরার পুরস্কার। 

নিজের বোলিং কীর্তি নিয়ে সাকিব বলেছেন, ‘‘এই মাইলফলকে পৌঁছাতে পেরে আমি খুবই খুশি। আমার দীর্ঘ ক্যারিয়ার, তাই আমি যা অর্জন করেছি তাতে আমি খুশি। আমি খুব বেশি বোলিং করিনি, তাই একটু নার্ভাস ছিলাম। যেটাই করি দলের হয়ে অবদান রাখতে চেয়েছিলাম।’’

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ক ব আল হ স ন ক র ক ট র কর ড

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের রোমাঞ্চকর জয়
  • আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি মাইলফলক ছোঁয়ার বলেই আশা আছে বাংলাদেশের
  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা