বগুড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকে বহিষ্কার
Published: 25th, August 2025 GMT
বগুড়ার শেরপুর থানায় বিএনপি নেতা লিটন আজমের (৪০) বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিয়েছেন এক নারী। শনিবার (২৩ আগস্ট) ওই নারী বাদী হয়ে অভিযোগটি দেন। অভিযুক্তের ভাষ্য, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
রবিবার (২৪ আগস্ট) লিটনকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। শেরপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
আরো পড়ুন:
মদন বিএনপির কমিটিতে সরকারি স্কুলের শিক্ষক
‘পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক নিয়ে আলোচনা হয়েছে’
অভিযুক্ত লিটন শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ঝাঁজর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্বামীর বন্ধু হওয়ায় লিটন ভুক্তভোগীর বাড়িতে যেতেন। এক পর্যায়ে লিটন ওই নারীকে কু-প্রস্তাব দেন। প্রস্তাবে সাড়া না পেয়ে গত ২১ আগস্ট মঙ্গলবার রাত ১০টার দিকে গৃহবধূর শয়ন কক্ষ প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন লিটন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে লিটন পালিয়ে যান।
অভিযুক্ত লিটন আজম বলেন, “আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি প্রতিহিংসার স্বীকার হয়েছি।”
শেরপুর থানার ওসি এসএম মুঈনদ্দিন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/এনাম/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ অভ য গ ব এনপ
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫