মাসে একবার সাক্ষাতের সুযোগ, আদালত প্রাঙ্গণে অশ্রুসিক্ত বাবার কোলে শিশু
Published: 25th, August 2025 GMT
নিজের সন্তানকে কোলে নিতে বারবার আকুতি জানাচ্ছেন বাবা মনিরুজ্জামান। তবে, শিশুটির নানাবাড়ির লোকজন তাকে বাবার কাছে দিতে অপারগতা প্রকাশ করেন। শেষ পর্যন্ত স্থানীয়দের জোরাজুরিতে শিশুটিকে বাবার কোলে দেওয়া হয়। ছেলেকে পেয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন বাবা।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে এ হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় সন্তান আলিফ হাসান ও বাবা মো.
আরো পড়ুন:
ফেসবুকে প্রেম, বিয়ে করতে কুষ্টিয়ায় চীনা যুবক
অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়া বিএনপি নেতার বিয়ে দিল স্থানীয়রা
মনিরুজ্জামান জানান, ২০১৯ সালের ৯ জুলাই মাদারীপুর সদর উপজেলার নয়াচর গ্রামের বাবুল ফরাজির মেয়ে মেধা আক্তার সোনিয়াকে বিয়ে করেন তিনি। তাদের একমাত্র সন্তান আলিফ।
মনিরুজ্জামান বলেন, ‘‘সব ভালোই চলছিল। গত ১৩ জুন শাশুড়ি মাকসুদা বেগম এক অনুষ্ঠানের কথা বলে আমার স্ত্রী ও ছেলেকে তার বাড়িতে নিয়ে যায়। এরপর ওদের ফেরত দেননি তিনি। এর প্রতিকার চেয়ে আদালতে আদালতে মামলা করি। আদালত প্রতি মাসে সন্তানের সঙ্গে একবার সাক্ষাতের সুযোগের পাশাপাশি সন্তানের ভরণপোষণের খরচ বহনের নির্দেশ দেন। আজ ছেলের সঙ্গে দেখা করার দিন ধার্য ছিল। আদালতে প্রাঙ্গণে আসলে আমাকে ছেলের সঙ্গে দেখা করতে দেয়নি। পরে স্থানীয়দের জোরাজুরিতে ছেলেকে আমার কোলে দিতে বাধ্য হয় তারা। এ সময় আমাকে হেনস্তা ও গালিগালাজ করা হয়।”
এ ঘটনার একটি ভিডিও রাইজিংবিডি ডটকমের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, ছেলেকে কোলে নেওয়ার জন্য আকুতি করছেন মনিরুজ্জামান। তবে, শিশুটির নানাবাড়ির লোকজন তাকে বাবার কোলে না দিয়ে আদালত প্রাঙ্গণ থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা প্রশ্ন করেন, কোর্ট অর্ডার দিয়েছে না বাচ্চা বাবার সঙ্গে দেখা করতে পারবে? তখন নানাবাড়ির এক সদস্য উত্তর দেন, জ্বি। পরে শিশু আলিফকে তার বাবার কোলে দেওয়া হয়। এ সময় মনিরুজ্জামান ও তার শ্বশুরবাড়ির লোকজন তর্কে জড়ান। তবে, শেষ পর্যন্ত শিশুটিকে কোলে নিতে পেরে কান্নায় ভেঙে পড়েন মনিরুজ্জামান। উপস্থিত লোকজনও আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ বিষয়ে মনিরুজ্জামানের শ্বশুরবাড়ির পক্ষের কয়েকজনের বক্তব্য নেওয়ার চেষ্টা করেন এই প্রতিবেদক। তবে, তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঢাকা/শাহীন/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মন র জ জ ম ন প র ঙ গণ সন ত ন ল কজন
এছাড়াও পড়ুন:
‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে নির্বাচন কমিশন থেকে চার শিক্ষকের পদত্যাগ
ফাইল ছবি