বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি-টোয়েন্টি ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে। বিসিবির দরপত্রের ডাকে সাড়া দিয়ে সর্বোচ্চ দর হাঁকিয়ে টি স্পোর্টস পেয়েছে এই সিরিজের সম্প্রচার স্বত্ব। বিসিবির সূত্র রাইজিংবিডিকে এ খবর নিশ্চিত করেছে। পরবর্তীতে টি স্পোর্টসের বিপণন বিভাগও নিশ্চিত করেছে এ খবর।

২৭ আগস্ট প্রথমবারের মতো দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ম্যাচ খেললেও স্বাগতিকদের বিপক্ষে খেলা হয়নি ডাচদের। সিলেটে দুই দল এবার তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ডাচদের বাংলাদেশে খেলতে আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। ডাচদের জন্য এবারের সফর নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে নিশ্চিতভাবেই।

আরো পড়ুন:

বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ভারতীয় প্রতিনিধি দল ঢাকায়

‘পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক নিয়ে আলোচনা হয়েছে’

হোম সিরিজের টিভি স্বত্ব লম্বা সময়ের জন্য বিক্রি করতে চাইছে বিসিবি। কিন্তু দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে ধীর চলো নীতিতে এগোচ্ছে। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ বিক্রি না হওয়াতে বিটিভিতে দেখিয়েছিল বিসিবি। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দেখা গিয়েছিল টি স্পোর্টসে। এবার ডাচদের বিপক্ষে সিরিজেও দেখা যাবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেলে। মিডিয়া স্বত্বের জন্য গত ১১ আগস্ট সম্প্রচারক ও মার্কেটিং এজেন্টদের কাছে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) ও আর্থিক প্রস্তাব আহ্বান করেছিল বিসিবি। মিডিয়া প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে— বিশ্বব্যাপী স্যাটেলাইট টিভি (লিনিয়ার) স্বত্ব, শুধু বাংলাদেশের জন্য ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) স্বত্ব ও বিশ্বব্যাপী ডিজিটাল ওটিটি (ওভার দ্য টপ) স্বত্ব। স্বত্বের জন্য ন্যূনতম মূল্য বিসিবি নির্ধারণ করেছিল দুই কোটি টাকা। টি-স্পোর্টস প্রায় কাছাকাছি পরিমাণ দরে সম্প্রচার স্বত্ব পেয়েছে।

২৭ আগস্ট নেদারল্যান্ডস ক্রিকেট দলের সিলেট পৌঁছার কথা রয়েছে। ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।

সিলেটে প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প র টস র জন য আগস ট

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ