চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থান থেকে শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) দুপুরে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি এলাকা থেকে রেদওয়ান রিহান নামে এক শিশুর ও বিকেলে শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের কদমতলা-সেঁতারা পাড়া পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বলেন, ‘‘দুপুরে স্থানীয় একটি দিঘির পাড়ে খেলাধুলা করছিল শিশু রিহান। এ সময় পা পিছলে পানিতে পড়ে ডুবে যায় শিশুটি। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা দিঘি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।’’

আরো পড়ুন:

কুষ্টিয়ায় স্বামী পরিত্যক্তা নারীর মরদেহ উদ্ধার

এখনও মেলেনি বুড়িগঙ্গায় পাওয়া ৪ মরদেহের পরিচয়

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘‘ওয়াহেদপুর সীমান্তবর্তী কদমতলা-সেতাঁরা পাড়ায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে বিজিবি সদস্যরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’’

ঢাকা/শিয়াম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ বগঞ জ

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ