জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে ঘিরে আচরণবিধি লঙ্ঘন করে ক্যাম্পাসে পোস্টারিং ও নারী প্রার্থীদের অনলাইনে আক্রমণাত্মক ও অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছে।

এমন অভিযোগ তুলে শাখা ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

আরো পড়ুন:

হত্যা মামলায় জাবির বহিষ্কৃত সেই শিক্ষক জনি গ্রেপ্তার

জাকসু নির্বাচন: ছাত্রশিবিরের প্যানেল ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ ঘোষণা

সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টায় সংগঠনটির প্রতিনিধিরা জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম অধ্যাপক রাশিদুল আলমের নিকট এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে তারা বলেন, নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে ক্যাম্পাসে ব্যানার প্রদর্শন, বিভিন্ন হলে পোস্টারিং, বহিরাগতদের সমাগম ঘটানো হচ্ছে। একইসঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের হেয় প্রতিপন্ন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অসম্মানজনক মন্তব্য ও বুলিংয়ের ঘটনাও ঘটছে।

এ বিষয়ে ‘সমন্বিত শিক্ষার্থী জোটের’ জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, “ক্যাম্পাসে জাকসু নির্বাচনের সুস্থ আমেজে অনেকের দুরভিসন্ধিমূলক আচরণ পরিলক্ষিত হচ্ছে। তারা মীমাংসিত কিছু বিষয়কে সামনে এনে নির্বাচনী পরিবেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যের ব্যাপারে আমরা উদ্বিগ্নতা প্রকাশ করছি। একইসঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ক্যাম্পাসে পোস্টারিংয়ের ব্যাপার প্রশাসন আমলে নেবে বলে আশা করছি।”

তিনি আরো বলেন, “অনলাইন মাধ্যমে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের নারী প্রার্থীকে আক্রমণাত্মক ও অসম্মানজনক মন্তব্য করছে দেখতে পাচ্ছি। এ ব্যাপারে আমরা প্রশাসনের প্র্যাক্টিক্যাল ভূমিকা দেখতে চাই।”

ঢাকা/আহসান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আচরণব ধ

এছাড়াও পড়ুন:

চোখে আলো ফেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে কৃষককে হত্যা

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় চোখে টর্চলাইটের আলো পড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এরশাদ আলী (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পশ্চিম সোহাগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পশ্চিম সোহাগীপাড়া গ্রামের বাসিন্দা। খবর পেয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম সোহাগীপাড়া গ্রামে মানিক মিয়ার মুদিদোকানে যান এরশাদ আলী। এ সময় এরশাদ আলীর চোখে টর্চলাইটের আলো ফেলে বিরক্ত করেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে সাকিব মিয়া। এ নিয়ে দুজন বাগ্‌বিতণ্ডায় জড়ালে স্থানীয় লোকজন মিটমাট করে দেন। পরে এরশাদ আলীসহ সবাই যে যার মতো বাড়িতে চলে যান।

স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার সকাল ছয়টার দিকে এরশাদ আলীকে ডেকে নিয়ে আবার কথা-কাটাকাটি ও মারামারিতে জড়ান সাকিব ও তাঁর সঙ্গে আসা কয়েকজন। একপর্যায়ে এরশাদ আলীকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন আহত এরশাদ আলীকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে অভিযুক্ত সাকিব মিয়াসহ তিনজনকে আটক করে পুলিশ।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, পুলিশ তিনজনকে আটক করেছে। নিহত এরশাদ আলীর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • জকসুতে এআই ব্যবহারে থাকবে শিথিলতা, তবে অপব্যবহার করা যাবে না: নির্বাচন কমিশন
  • গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
  • জকসুর তফসিল সোমবার 
  • চোখে আলো ফেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে কৃষককে হত্যা