সমস্যাগ্রস্ত নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডে প্রশাসক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. ফেরদাউস হোসেন। তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করবেন। 

সোমবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

আরো পড়ুন:

শাহীনুল ইসলামের লেনদেন খতিয়ে দেখছে বিএফআইইউ

আগস্টের ২৩ দিনে রেমিট্যান্স ২১ হাজার কোটি টাকা ছাড়াল

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দুর্বল ও সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক প্রশাসক নিয়োগ দিয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত ইউনিয়ন ক্যাপিটালের মোট ঋণ ছিল ১ হাজার ১৮৪ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ১৩৬ কোটি। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ১ হাজার ২৬৬ কোটি টাকা।

গত জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক একটি কমিটি গঠন করে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাই করে। কমিটি ঋণের প্রকৃত অবস্থা, তারল্য পরিস্থিতি এবং সম্পদ-দায় পর্যালোচনা করে। ২০টি আর্থিক প্রতিষ্ঠানকে সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়, যার মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের নাম রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে মোট ৩৫টি নন ব্যাংকি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সমস্যাগ্রস্ত ২০ আর্থিক প্রতিষ্ঠানে গত ডিসেম্বর পর্যন্ত ঋণের পরিমাণ ২৫ হাজার ৮০৮ কোটি টাকা। এরমধ্যে খেলাপি ২১ হাজার ৪৬২ কোটি টাকা। এসব প্রতিষ্ঠানের পুঞ্জীভূত লোকসান ২৩ হাজার ৪৪৮ কোটি টাকা। মূলধন ঘাটতি ১৯ হাজার ২১৮ কোটি টাকা।

ঢাকা/নাজমুল/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ