পুতিন জেলেনস্কিকে পছন্দ করেন না, তাই বৈঠক আটকে আছে: ট্রাম্প
Published: 26th, August 2025 GMT
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় অগ্রগতি আনবে বলে আশা করা হচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই বৈঠক আয়োজনে কথা বলেছিলেন। এবার তার কথাতে এলো ভিন্ন সুর। পুতিন-জেলেনস্কি শেষ পর্যন্ত মুখোমুখি বসবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প।
সোমবার (২৫ আগস্ট) ওভাল অফিসে সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নে তিনি জানান, পুতিন জেলেনস্কিকে পছন্দ না করার কারণে দুই নেতার মধ্যে বৈঠক আটকে রয়েছে। খবর ইয়াহু নিউজের।
ট্রাম্প বলেন, “তিনি (পুতিন) তাকে পছন্দ করেন না। আমারও কিছু অপছন্দের মানুষ আছে যাদের সঙ্গে দেখা করতে চাই না।”
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি জানি না তারা দেখা করবেন কি না। হয়তো করবেন, হয়তো বা করবেন না।”
গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকেই রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর হয়ে ওঠেন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর ১৮ আগস্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের নিয়ে হোয়াইট হাউসে বসেন মার্কিন প্রেসিডেন্ট। সেদিনই ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক আয়োজনের ঘোষণা দেন।
ট্রাম্পের ওই বক্তব্যের পর পুতিনের সঙ্গে বসার আগ্রহ দেখিয়েছিলেন জেলেনস্কি। তবে এমন বৈঠকের বিষয় নাকচ করে দিয়েছে মস্কো।
তারপরও আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন, “আমরা যুদ্ধ শেষ করতে পারব।”
পুতিনের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সম্পর্কিত আলোচনা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান।
ট্রাম্প বলেন, “তার (পুতিনের) সঙ্গে আমার প্রত্যেক বারই ভালোভাবে আলোচনা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার পরেই কিভ বা অন্য কোথাও বোমা পড়ে। ফলে আমি খুব রেগে যাই।”
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন