চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
Published: 26th, August 2025 GMT
চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে আরো বেশি ম্যাগনেট সরবরাহ করতে হবে, না হলে চীনের ওপর এই শুল্ক আরোপ করা হবে।
সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।
মার্কিন প্রেসিডেন্ট জানান, তার কাছে এমন কৌশল আছে যা চীনকে ধ্বংস করতে পারবে। তবে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।
ট্রাম্প বলেন, “আমাদের ম্যাগনেট দিতে হবে, না হলে আমাদের ২০০ শতাংশ শুল্ক দিতে হবে।” তবে ট্রাম্প স্বীকার করেছেন, এত বেশি শুল্ক আরোপ হলে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ হয়ে যেতে পারে।
তিনি বলেন, “আমাদের কাছে আরো শক্তিশালী হাতিয়ার আছে, সেটি হলো শুল্ক। যদি আমরা ১০০ বা ২০০ শতাংশ শুল্ক আরোপ করি, তাহলে চীনের সঙ্গে কোনো ব্যবসাই করব না।”
বিরল মাটি চুম্বক বিদ্যুৎচালিত গাড়ি, রোবোটিকস, বিমান ও মহাকাশ প্রযুক্তি এবং সেনা সরঞ্জামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারে চীনের প্রাধান্য থাকায়, এই হুঁশিয়ারি দুই দেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক উত্তেজনা আরো বাড়িয়ে দিতে পারে।
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ ল ক আর প
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন