স্ত্রী-শ্যালকের হাতে খুন হন যুবদল নেতা শামীম: পুলিশ
Published: 26th, August 2025 GMT
খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতা শামীমকে হত্যার অভিযোগে তার স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (৩০) ও শ্যালক ইমন হোসেন বাদলকে (১৮) গ্রেপ্তার করেছে র্যাব-৬ ও পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার আঠারো মাইল এলাকার বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ফাতেমা আক্তার বৃষ্টির স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশের ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার হয়।
আরো পড়ুন:
নেত্রকোণায় বিকাশকর্মী হত্যা: যুবক গ্রেপ্তার
ময়মনসিংহে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
তিনি আরো বলেন, “আজ মঙ্গলবার (২৬ আগস্ট) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।”
গত ২২ আগস্ট রাত ১১টার দিকে ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এলাকার নিজ বাসার তৃতীয় তলার একটি কক্ষ থেকে সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক এস এম শামীমের মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। তারা হলেন- মণিরামপুর উপজেলার সুন্দলপুর এলাকার ইজাজুল ইসলাম (৪৩) ও তালা উপজেলার বলরামপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৮)। জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
গত ২৪ আগস্ট নিহতের মা অবসরপ্রাপ্ত শিক্ষিকা রশিদা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে ডুমুরিয়া থানায় হত্যা মামলা করেন। এরপর হত্যাকাণ্ডের ক্লু উদ্ঘাটনে তদন্তে নামে পুলিশ ও র্যাবের একাধিক ইউনিট। তথ্য প্রযুক্তির মাধ্যমে শামীমের স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (৩০) ও তার সহোদর ইমন হোসেন বাদলকে (১৮) গ্রেপ্তার করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন- খুলনা জেলা পুলিশের এএসপি সার্কেল আবির শুভ্রসহ পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য গ র প ত র কর হত য ক ণ ড উপজ ল র আগস ট
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন