‘গসিপ রানী’ কারিনাকে নিয়ে ননদ সোহা কী বললেন?
Published: 26th, August 2025 GMT
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ব্যক্তিগত জীবনে সাইফ আলী খানের সঙ্গে ঘর বেঁধেছেন। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে রটনা রয়েছে—“গসিপ রানী কারিনা।” এ বিষয়ে কথা বলেছেন কারিনার ননদ, অভিনেত্রী সোহা আলী খান। ননদ-ভাবির সম্পর্কের রসায়নও ব্যাখ্যা করেছেন এই তারকা।
জুম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সোহা আলী খান বলেন, “তার কাছে অবিশ্বাস্য রকমের তথ্য থাকে, আমি জানি না সে কীভাবে এসব জানে! মাঝরাতেও যদি কোনো কিছু জানতে চাই, ওকে ফোন করতে পারি। তবে কারিনা নিজের সোর্স সম্পর্কে খুবই সাবধানী ও গোপন রাখে। সে যা বলতে চায়, কেবল সেটুকুই বলে। তবে তার মধ্যে গসিপ ছাড়াও অনেক দিক আছে, যেগুলো সত্যিই অনন্য।”
আরো পড়ুন:
অন্তঃসত্ত্বা পরিনীতি চোপড়া
‘চুল কাটতে গিয়ে সালমানের কান কেটে ফেলেছিলাম’
সাইফ আলী খান ফোন করে কারিনার বিষয়ে তাকে প্রথম বলেন। সেই ঘটনা বর্ণনা করে সোহা আলী খান বলেন, “প্রথমে আমি একটু অস্বস্তিতে পড়েছিলাম। মনে আছে, আমরা কিছু একটার শুটিং করছিলাম, তখন আমার ভাই (সাইফ আলী খান) আমাকে ফোন করে বলেছিল, ‘তার প্রেমিকা আমার চেয়ে দুই বছরের ছোট।’ আমি ভাবলাম, ‘আচ্ছা, মজার ব্যাপার তো।’ এভাবেই প্রথম পরিচয়। একজন সুপারস্টারের সঙ্গে যখন দেখা হয়, তখন স্বাভাবিকভাবেই কিছু ধারণা তৈরি হয়। কিন্তু আমি কাউকে দেখা মাত্র বিচার করি না। কারো সম্পর্কে কিছু বলার আগে তার সঙ্গে নিজে কথা বলাটাই শ্রেয়। তাই আমি ভেবেছিলাম, ‘এই ব্যক্তি খুব পরিচিত।’ তবে কাউকে সত্যিকারের চেনার জন্য সময় দরকার।”
কারিনার সঙ্গে সম্পর্কের বন্ধন ব্যাখ্যা করে সোহা আলী খান বলেন, “প্রথম কয়েকবার দেখা করার সময় কারিনাকে চিনতে পারিনি। ওর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সময়, বিশ্বাস আর ধারাবাহিকতা লেগেছে। আমি মনে করি, আমাদের সম্পর্কে এই উপাদানগুলো সময়ের সঙ্গে সঙ্গে এসেছে। গত ১০-১২ বছরে কিছু ঘটনা আমাদের বন্ধন আরো মজবুত করতে সাহায্য করেছে।”
২০১২ সালে বিয়ে করেন সাইফ-কারিনা। ২০১৬ সালে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। ২০২১ সালের ২১ ফ্রেব্রুয়ারি এ জুটির সংসার আলো করে জন্ম নেয় দ্বিতীয় সন্তান।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫