প্রকৌশলীকে হত্যার হুমকির প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ
Published: 26th, August 2025 GMT
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ঢাকার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) কার্যালয়ে হেনস্তা করা এবং তাকে হত্যার হুমকির প্রতিবাদে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এরসঙ্গে তারা তিন দফা দাবি জানিয়েছেন। অবরোধের ফলে শাহবাগের আশপাশের সড়ক দিয়ে যানচলাচল বন্ধ আছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে পৌনে ৪টায় প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে শাহবাগ মোড়ে অবরোধ করেন বুয়েটের শিক্ষার্থীরা। তারা জানান, সোমবার (২৫ আগস্ট) দুপুরে নেসকো কার্যালয়ে প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হেনস্তা করেন ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড প্রকৌশলীরা।
আরো পড়ুন:
সড়ক যেন চষা ক্ষেত
‘রাস্তা নির্মাণ খরচ কমাতে রিভিউ কমিটি, গুণগত মানে ছাড় নয়’
প্রকৌশলী অধিকার আন্দোলনের সদস্য সচিব কাউসার আহমেদ পরশ রাইজিংবিডি-কে বলেন, ‘‘প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং তিন দাবিতে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি পালন করছি। দাবি না মানলে প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে পদযাত্রা করবো।’’
কর্মসূচিতে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), বাংলাদেশ ইউনিভারসিটি অব টেক্সটাইল (বুটেক্স), ঢাকা বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ ইউনিভারসিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এইউএসটি) শিক্ষার্থীরা অংশ নিয়েছেন বলে জানান তিনি।
প্রকৌশলী রোকনুজ্জামান রোকন বুয়েটের ইইই-১৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সোমবার (২৫ আগস্ট) রাতে বুয়েক শিক্ষার্থীদের দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেসকো অফিসের নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেন (ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড) তার কক্ষে রোকনুজ্জামান রোকনকে ডেকে নেন। সেখানে উপস্থিত প্রায় ২০-২৫ জন ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের কর্মকর্তা-কর্মচারী মিলে রোকনুজ্জামান রোকনকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালাাগাল করেন এবং গলা কেটে হত্যার হুমকি দেন।
শিক্ষার্থীদের অন্য তিন দফা দাবি হলো-
১.
২. ১০ম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
শিক্ষার্থীরা রোকনকে হেনস্তা করা ও হত্যার হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে ১২ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে আলটিমেটাম দেন। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রায়হান/ঢাকা/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন অবর ধ শ হব গ অবর ধ
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন