ট্রাফিক পুলিশের মাঝে জেলা প্রশাসকের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ
Published: 26th, August 2025 GMT
ভাদ্র মাসে রোদ্রের তীব্রতায় দূর্বিষহজনজীবন অতিষ্ট। এই রোদের প্রখোরতা উপেক্ষা করে জনকল্যাণে নিরলসভাবে দ্বায়িত্ব পালন করে চলছেন ট্রাফিক পুলিশ বিভাগ।
এই ট্রাফিক বিভাগের সাথে যানযট নিরসনে সহযোগী হিসেবে তরুণ সমাজের স্বেচ্ছাসেবী হিসেবে দ্বায়িত্ব পালন দেখা যায়। নারায়ণগঞ্জ শহরসহ ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, সোনারগাঁও, বন্দর ও আড়াইহাজার থানায় ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণে অনেকেই দ্বায়িত্ব পালনে রয়েছে।
মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা'র উদ্যোগে নারায়ণগঞ্জ ট্রাফিক ইনচার্জ এম,এ, করিমের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরের ১ও ২নং রেল গেট, কালির বাজার মোড়,চাষাঢ়া মোড়, ডাক বাংলো মোড়,মাসদাইর,পঞ্চবটী মোড়, ফতুল্লা পোস্ট অফিস মোড়, বিসিক মোড়,পাগলা, মিশন পাড়া মোড়,খানপুর মোড়,হাজীগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, চিটাগাং রোড,সাইনবোর্ড মোড়,তারাবো রূপসী, সোনারগাঁও, কাঞ্চন ৩০০ ফিটসহ বিভিন্ন পয়েন্টে সুপেয় ঠান্ডা পানি,স্যালাইন ও খাবার বিতরণ করা হয়।
বিতরণের বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বেশ কিছুদিন যাবৎ রোদের তীব্রতা আমরা লক্ষ করছি। নারায়ণগঞ্জ বাসীর সেবায় আমাদের ট্রাফিক বিভাগের লোকজন নিরলস ভাবে তাদের উপর অর্পিত দ্বায়িত্ব সততা ও নিষ্ঠার সহিত পালন করে থাকেন। তাদের এই কর্মের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের দপ্তর থেকে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকা চেষ্টা মাত্র ।
ট্রাফিক ইনচার্জ এম,এ, করিম প্রশ্নের জবাবে বলেন, নারায়ণগঞ্জ জেলার মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্যার আজ যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসনিয়। আমি ও আমার সহকর্মীরা সবাই আনন্দিত হয়ে স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শুভেচ্ছা জানাই।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
না’গঞ্জ সদর থানা যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ৩১ অক্টোবর ) সকাল দশটায় শহরের ১৩নং ওয়ার্ডস্থ গলাচিপা রুপার বাড়ি মোড়ে দিনব্যাপী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তার কর্তৃক রোগীদের ফ্রী স্বাস্থ্য সেবা দেয়া ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, মোঃ আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, আশিকুর রহমান অনি, বাদশা খান, শাহীন শরীফ, ফয়েজ উল্লাহ সজল, ফয়সাল আহমেদ, আরিফ খান, হাবিবুর রহমান মাসুদ প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ১৩নং ওয়ার্ড মোস্তাফিজুর রহমান, ইসহাক মোহাম্মদ তন্ময়, জুনায়েদ আহমেদ শামীম, আমিনুল ইসলাম রকি, আব্দুল্লাহ রোমান।