ঢাকায় সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং
Published: 27th, August 2025 GMT
ঢাকায় নিয়ন্ত্রণহীন গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। রাজধানীতে চলাচলকারী সব বাসকে একক ব্যবস্থার অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২৬ আগস্ট) মধ্যরাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
নিউইয়র্কে মাহফুজের ওপর হামলার প্রতিবাদ ঢাবি শিক্ষার্থীদের
রোহিঙ্গারা অধিকার নিয়ে মিয়ানমারে ফিরতে প্রস্তুত: খলিলুর রহমান
প্রেস উইং জানায়, ঢাকার গণপরিবহন দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে চলায় প্রতিদিন যাত্রীরা জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা ও নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তরুণ ও শারীরিকভাবে সক্ষম যাত্রীরা কোনরকমে বাসে উঠতে পারলেও নারী, শিশু ও বয়স্কদের জন্য এ যাত্রা হয়ে ওঠে দুরূহ। ঢাকায় চলাচলকারী সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে।
বিশেষজ্ঞদের মতে, ঢাকার যানজটের অন্যতম কারণ অকার্যকর রুটে চলা অসংখ্য বাস। এর ফলে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা।
এ পরিস্থিতি বদলাতে রাজধানীর সব বাসকে একক একটি ব্যবস্থার অধীনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ ব্যবস্থায় কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে।
এতে রুট শৃঙ্খলা নিশ্চিত হওয়ায় যানজট ও ভাড়ায় প্রতারণা কমবে এবং যাত্রীরা পাবেন নিরাপদ, আরামদায়ক ও কার্যকর সেবা পাবে বলে সরকার জানায়।
প্রেস উইং আরো জানায়, নতুন ব্যবস্থায় আর যাত্রীদের বাসে উঠতে হুমড়ি খেয়ে পড়তে হবে না বা প্রতিদিন ভাড়ায় প্রতারণার শিকার হতে হবে না। ঢাকার লাখো মানুষের যাতায়াত হবে সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময়।
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবস থ য় সব ব স
এছাড়াও পড়ুন:
নেত্রকোনায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
নেত্রকোনার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া ঘাটুয়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৫) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি কখনো বাড়িতে থাকতেন, কখনো বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন।
গতকাল সন্ধ্যার পর সাজ্জাদ বাড়িতে ফেরেন। রাতের খাবার শেষে মোস্তফা মিয়া নিজ ঘরে শুয়ে পড়লে হঠাৎ সাজ্জাদ ঘরে ঢুকে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মোস্তফা মিয়া।
খবর পেয়ে স্থানীয় লোকজন সাজ্জাদকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মোস্তফা মিয়ার লাশ উদ্ধার করে এবং সাজ্জাদকে থানায় নিয়ে যায়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, সাজ্জাদ মানসিক ভারসাম্যহীন বলে পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন। তাঁকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ আজ রোববার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।