নওগাঁয় হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন
Published: 27th, August 2025 GMT
নওগাঁ সদর উপজেলায় ভজন দেবনাথ সজল নামে এক টমটম চালককে হত্যার দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আসামিদের ছয় মাসের বিনাশ্রম ও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো.
আরো পড়ুন:
নিখোঁজ রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা
ইউনিয়ন বিএনপির সম্পাদক হলেন যুবদল নেতা হত্যার আসামি
সাজাপ্রাপ্তরা হলেন- মো. জুয়েল, সুরুজ মিয়া, রতন মন্ডল, সাইফুল ইসলাম ও আব্দুর রশিদ।
আদালত সূত্রে জানা গেছে, ভজন দেবনাথ সজল ব্যাটারিচালিত টমটম গাড়ির চালক ছিলেন। ২০১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে তিনি তার গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজা করেও তার সন্ধান পাননি। ১৭ নভেম্বর সকালে সদর মডেল থানাধীন গোয়ালী মৌজাস্থ হাঁসাইগাড়ি গোটার বিলের পাকা রাস্তা সংলগ্ন পানিতে কচুরিপানার মধ্যে ভজন দেবনাথ সজলের মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের বাবা ভূপেনন্দ্রাথ দেবনাথ বাদী হয়ে নওগাঁ সদর থানায় হত্যা মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ মামলার রায় দেন।
ঢাকা/সাজু/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য আস ম দ বন থ
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।