ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসানের দুইটি মোবাইল চুরি হয়েছে। এরপর থেকেই তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে সেসব পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে মোবাইল দুইটি চুরির পর এ ঘটনা ঘটে । বিষয়টি জানাজানি হলে ছাত্রদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দেন এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

আরো পড়ুন:

কালীগঞ্জে ভুয়া ফেসবুকে আইডি খুলে অপপ্রচার ও প্রতারণা করছে অজ্ঞাত চক্র

তদবিরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, ষড়যন্ত্রকারীরা পেছনে লেগেছে: তথ্য উপদেষ্টা

চুরি হওয়া ফোন থেকে মেহেদীর ফেসবুক আইডিতে কয়েকটি অস্বাভাবিক স্ট্যাটাস দেওয়া হয়। একটি পোস্টে সংখ্যা দিয়ে স্লোগানমুখী লেখা এবং আরেকটিতে ব্যক্তিগত ইঙ্গিতপূর্ণ বার্তা প্রকাশ করা হয়।

এ বিষয়ে ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সতর্ক করে লেখেন, “মেহেদীর ফোন চুরি হয়েছে, তার অ্যাকাউন্ট থেকে যেকোনো বিভ্রান্তিকর পোস্ট বা মেসেজ এড়িয়ে চলুন।” একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিমও।

ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানসুরা আলম অভিযোগ করে বলেন, “এটি সাধারণ ছিনতাই নয়, বরং পরিকল্পিতভাবে করা হয়েছে। র‌্যান্ডম ছিনতাইকারী সাধারণত আইডি হ্যাক করে ব্যক্তিগত তথ্য বের করার চেষ্টা করে না। মনে হচ্ছে, এ ঘটনার পেছনে একটি গোষ্ঠী রয়েছে।”

ঘটনার বিষয়ে জানতে ছাত্রদল নেতা মেহেদী হাসানের হোয়াটসঅ্যাপে ও মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া গেছে।

ঢাকা/সৌরভ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ সব ক ছ ত রদল ছ ত রদল ফ সব ক

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ