শের-ই-বাংলা হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগীরা বিপা
Published: 27th, August 2025 GMT
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের স্থানের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকে ধর্মঘট শুরু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির আওতাধীন সব অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রয়েছে। রোগী ও তাদের স্বজনরা বিপাকে পড়েছেন।
বরিশাল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি ফিরোজ আলম বলেন, ‘‘হাসপাতালের পরিচালকের আদেশে বেসরকারি অ্যাম্বুলেন্স আর হাসপাতালের ভেতরে পার্কিং করতে দেয়া হচ্ছে না। বাধ্য হয়ে হাসপাতালের বাইরে অনিরাপদ জায়গায় অ্যাম্বুলেন্স পার্কিং করার কারণে অনেক গাড়ির ব্যাটারিসহ যন্ত্রাংশ চুরি হয়ে গেছে।’’
তিনি আরো বলেন, ‘‘আমাদের দাবি হাসপাতালের ভেতরে নির্ধারিত পার্কিং স্থান আমাদের ফিরিয়ে দেয়া হোক।’’
মালিকরা জানান, পার্কিংয়ের স্থান ফিরে পাওয়ার দাবিতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, হাসপাতাল পরিচালকসহ বিভিন্ন দপ্তরের স্মারকলিপি দিয়েছেন। যেখানে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে ধর্মঘটে গেছেন।
তারা জানান, আজ বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। প্রয়োজনে ধর্মঘট বরিশাল বিভাগে থাকা অ্যাম্বুলেন্স মালিক-শ্রমিকরা করবেন বলে হুঁশিয়ারি দেন তারা।
বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক আজিজুর রহমান বলেন, ‘‘ হাসপাতালের পরিচালক জরুরি বিভাগের সামনে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিংয়ের জায়গা নির্ধারণ করে দেয়। প্রায় ১০ লাখ টাকা খরচ করে সেই জায়গা গাড়ি পার্কিংয়ের উপযোগী করে তোলে অ্যাম্বুলেন্স মালিকরা। এরপর থেকে দীর্ঘদিন সেখানে অ্যাম্বুলেন্স সুশৃঙ্খলভাবে রাখলেও কিছু দিন আগে সেখানে অ্যাম্বুলেন্স রাখা যাবে না বলে হাসপাতালের বর্তমান পরিচালক জানিয়ে দেন।’’
অ্যাম্বুলেন্স ধর্মঘটের ফলে রোগী এবং তাদের স্বজনেরা বিপাকে পড়েছেন। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনের জন্য তারা অ্যাম্বুলেন্স পাচ্ছেন না। চরফ্যাশন থেকে চিকিৎসার জন্য জিয়াউর রহমান তার স্বজনকে ঢাকায় নিয়ে যেতে চান। তিনি বলেন, ‘‘সরকারি অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট চলছে। এ অবস্থায় ঢাকার শিশু হাসপাতালে কীভাবে রোগী নিয়ে যাব, তার উপায় খুঁজে পাচ্ছি না।’’
বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক আজিজুর রহমান জানান, ১০৮টি অ্যাম্বুলেন্স রয়েছে বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির আওতায়। এখানে কোনো সিন্ডিকেট নেই, যে যত কম ভাড়ায় সেবা দিতে পারে, তার চাহিদা তত বেশি থাকে। অথচ এখন তাদের অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রাখতে হচ্ছে।
ঢাকা/পলাশ/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব সরক র বর শ ল
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫