তিন দফা দাবিতে চুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ
Published: 27th, August 2025 GMT
ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ ও তিন দফা দাবি আদায়ে চট্টগ্রামেও বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর দুই নম্বর গেট এলাকায় অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিকেল সাড়ে ৪টা থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে চট্টগ্রাম নগরীর মুরাদপুর, অক্সিজেন সড়ক, চকবাজার ও মেডিকেল সংযোগ সড়কে যানচলাচল ব্যাহত হয়।
আরো পড়ুন:
সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়কে বিক্ষোভ
বুয়েট শিক্ষার্থীদের শাহবাগে সড়ক অবরোধ
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া; সরকারি চাকরিতে ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে ঢোকার ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেল থেকে দুই নম্বর গেট এলাকায় চুয়েট শিক্ষার্থীরা জড়ো হন। তাদের অনেকে চট্টগ্রামের রাউজানের ক্যাম্পাস থেকে কর্মসূচিতে যোগ দিয়েছেন। তারা দাবি মেনে নিতে স্লোগান দেন। শিক্ষার্থীরা দুই নম্বর গেট মোড় অবরোধ করায় আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
অবরোধকালে বিক্ষোভ সমাবেশে চুয়েট পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মাহফুজার রহমান বলেন, ‘‘ডিপ্লোমা ডিগ্রিধারী ব্যক্তিদের প্রভাবশালী গোষ্ঠীর কারণে বিএসসি ডিগ্রিধারীরা পদোন্নতি ও নিয়োগে ন্যায্যতা থেকে অনেক দিন ধরে বঞ্চিত হয়ে আসছেন। তারা সরকারি চাকরিতে ১০ম গ্রেড কুক্ষিগত করে রেখেছেন এবং পরবর্তী সময় ৩৩ শতাংশ বা বেশি কোটা নিয়ে সরাসরি ৯ম গ্রেডে পদোন্নতি পাচ্ছেন। আমরা এ সব অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ ছয় মাস ধরে আন্দোলন করে আসছি।’’
বেশ কয়েক মাস ধরে চাকরিক্ষেত্রে প্রকৌশলীদের বৈষম্যের প্রতিবাদে এবং তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন চুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঢাকা/রেজাউল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন অবর ধ অবর ধ
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫