জাকসু নির্বাচন: ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
Published: 28th, August 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে জাতীয়বাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহিয়া এ প্যানেল ঘোষণা করেন।
আরো পড়ুন:
জাকসু নির্বাচন: ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশনে সর্বকনিষ্ঠ ভিপি প্রার্থী
জাকসু নির্বাচন: উপাচার্যের বিরুদ্ধেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মীর মশাররফ হোসেন হলের সভাপতি ও বাংলা ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শেখ সাদী। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৩ নম্বর ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী।
প্যানেলে অন্যদের মাঝে আছেন, যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো.
এছাড়া কার্যকরী সদস্য (নারী) হিসেবে মনোনীত হয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা, শায়লা সাবরীন নিঝুম।
কার্যকরী সদস্য (পুরুষ) হিসেবে মনোনীত হয়েছেন হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান, এ. এম রাফিদুল্লাহ।
ভিপি পদপ্রার্থী শেখ সাদী বলেন, “দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিতব্য এই জাকসু নির্বাচনে আমাদের জাতীয়তাবাদী প্যানেল কেন্দ্রীয় এবং হল সংসদে ফুল প্যানেলে বিজয়ী হবে বলে আমি বিশ্বাস করি।”
সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী বলেন, “আমি জাতীয়তাবাদী ছাত্রদলকে ধন্যবাদ দিতে চাই এজন্য যে, তারা নারী-পুরুষ বৈষম্য না করে জিএস এর মত শীর্ষ একটি পদে নারী নেতৃত্ব বেছে নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে যত জাকসু নির্বাচন হবে, তাতে নারীরা নির্বাচনে অংশগ্রহণ করতে উৎসাহিত হবেন।”
প্যানেল ঘোষণার সময় উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানে শহীদ আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির। প্যানেল ঘোষণা শেষে ‘অদম্য ২৪’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ঢাকা/আহসান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল র ল ইসল ম
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট