জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৫’। আগামী ২৯ ও ৩০ আগস্ট শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত হবে এই প্রতিযোগিতাটি। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়।

জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সমূহ। প্রতিযোগিতায় দলগত ইভেন্ট থাকছে না। ইপি, সেবার, ফয়েল-এই তিনটি ব্যক্তিগত ইভেন্টে নারী ও পুরুষ মিলিয়ে অংশ নেবে প্রায় ১৭৫ জন ফেন্সার।

ফেন্সিং ধীরে ধীরে দেশে জনপ্রিয় হয়ে উঠছে। সেই সঙ্গে আসছে সাফল্য। এ প্রসঙ্গে বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম বলেন, ‘‘তৃণমূলে ফেন্সিং ছড়িয়ে দিতে এবং খেলাটি দেশব্যাপী জনপ্রিয় করার লক্ষ্যে ঈশ্বরদীসহ উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে অনুশীলন ও ফেন্সিং চর্চার কার্যক্রম শুরু হয়েছে।’’

‘‘২০১৯ কাঠমান্ডু দক্ষিণ এশিয়ান গেমসে একটি সোনা, তিনটি রুপা ও ৭টি ব্রোঞ্জ জিতেছিল ফেন্সিং। প্রথমবার অংশ নেওয়া ফেন্সিং দলের জন্য যা ছিল বড় সাফল্য। আগামী জানুয়ারিতে পাকিস্তানের দক্ষিণ এশিয়ান গেমসে আমরা এই পারফরম্যান্স ছাপিয়ে যেতে চাই। সেই লক্ষ্যে গত জুন থেকে মিরপুর ইনডোরে চলছে নিবিড় অনুশীলন। শিগগির ইরান ও দক্ষিণ আফ্রিকা থেকে আনতে যাচ্ছি দুজন বিদেশি কোচ। যাদের অধীনে দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশ আরও বড় সাফল্য পাবে বলে আশা করি।’’ - আরও যোগ করেন তিনি।

জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপে পৃষ্ঠপোষকতা করছে বিখ্যাত ব্র্যান্ড সুজুকি মোটর বাইক ও মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকা দৈনিক আমার দেশ। প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টোয়েন্টি ফোর।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চ য ম প য়নশ প

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ