কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে অক্টোবরে: উপদেষ্টা
Published: 28th, August 2025 GMT
কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সময়সীমা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেছেন, ‘‘অক্টোবরের মাঝামাঝি সময়ে এখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট উড়বে।’’
আরো পড়ুন:
উত্তরায় বিমান বিধ্বস্ত: ছাড়পত্র পেল শিক্ষার্থী তৌফিক
বিমানের চেয়ারম্যান হলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
বৃহস্পতিবার (২৮ আগস্ট) কক্সবাজার বিমানবন্দরের নির্মাণাধীন আন্তর্জাতিক টার্মিনাল ভবন ও রানওয়ে সম্প্রসারণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে পৌঁছে তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও নিরাপত্তা দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক করেন। পরে টার্মিনালের এরাইভাল হল, চেকইন কাউন্টার, প্রস্তাবিত ইমিগ্রেশন এলাকা এবং অন্যান্য নির্মাণ কাজ ঘুরে দেখেন। এরপর সম্প্রসারিত রানওয়ে পরিদর্শন করেন তিনি।
দুপুর ১টার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো.
বেবিচক চেয়ারম্যান বলেন, “সম্প্রসারিত রানওয়েতে ভবিষ্যতে বড় আকারের বিমান ওঠানামা করবে। এজন্য বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে।”
পর্যটন নগরী কক্সবাজারের এই বিমানবন্দর দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটির রানওয়ে হবে দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে।
আন্তর্জাতিক মানে উন্নীতকরণের আওতায় কক্সবাজার বিমানবন্দরের ৯ হাজার ফুট রানওয়ে সম্প্রসারণ করে ১০ হাজার ৭০০ ফুট করা হয়েছে। এর মধ্যে, ১ হাজার ৩০০ ফুট অংশ সাগরের পানির মধ্যে তৈরি করা হয়েছে, যা দেশের ইতিহাসে প্রথম। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৯৪ কোটি ৩১ লাখ টাকা, যা পুরোপুরি অর্থায়ন করেছে বেবিচক।
ঢাকা/তারেকুর/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট র নওয়
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট