রাবিতে ৭০ স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আরজেপি টেক অলিম্পিয়াড
Published: 28th, August 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্কুল শিক্ষার্থীদের নিয়ে আরজেপি টেক অলিম্পিয়া ২০২৫ এর বিভাগীয় ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এতে রাজশাহী বিভাগের ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে বাছাইকৃত সেরা ২০০ শিক্ষার্থীকে নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে রাবির ইঞ্জিনিয়ারিং অনুষদে আয়োজিত হয় রাজশাহী বিভাগের সবচেয়ে বড় এ প্রযুক্তি প্রতিযোগিতা।
আরো পড়ুন:
ডাকসু: মধ্যরাতে আবাসিক হলে ভিপি প্রার্থী আবিদের নির্বাচনী প্রচার
উত্তরায় বিমান বিধ্বস্ত: ছাড়পত্র পেল শিক্ষার্থী তৌফিক
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচালিত আইসিটি ক্লাব রাজশাহী জুনিয়র প্রোগ্রামার্স (আরজেপি) এর উদ্যোগে এবং রাবির আইট্রিপলির সহযোগিতায় এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়।
আরজেপি টেক অলিম্পিয়া ২০২৫ এর প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মজার বিভিন্ন প্রশ্ন করে জিতে নেয় পুরস্কার। তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে চাওয়ার পরামর্শ থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং প্রোগ্রামিং নিয়ে শিক্ষার্থীদের জানার আগ্রহ ছিল ব্যাপক। প্রযুক্তি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে শপথ নেয়। মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী।
আরজেপি সভাপতি তারেক আবরার এর উপস্থাপনায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.
অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হালিদা হোমায়রা, অধ্যাপক ড. দীপঙ্কর দাস, রুয়েটের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াক্বীন সৃজন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মো. লোকমান হোসেন, রাজশাহী জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার মো: মাহফুজুর রহমান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিআইআর বিভাগের রিসার্চ ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ তামিম এবং সিএসই বিভাগের প্রভাষক অয়ন সরকার।
সমাপনী অনুষ্ঠান শেষে আরজেপি টেক অলিম্পিয়া ২০২৫ এ অংশ নেওয়া সেরা ২০০ বিভাগীয় প্রতিযোগির মধ্য থেকে ৫০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের পদক, সনদ ও টিশার্ট প্রদান করা হয়। রাজশাহী বিভাগের সেরা এই ৫০ শিক্ষার্থী আগামী ২৮ ও ২৯ আগস্ট অনুষ্ঠিতব্য ২ দিনব্যাপী আরজেপি গ্র্যান্ড ক্যাম্প ও ওয়ার্কশপে অংশগ্রহণ করবে।
আরজেপির এই আয়োজনে টেকনিক্যাল পার্টনার হিসেবে ছিল আইটিব্রিজ একাডেমি, ম্যাগাজিন পার্টনার ছিল ব্যাপন। এছাড়া ইভেন্ট পার্টনার হিসেবে ছিল জেলা প্রশাসন রাজশাহী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী, পোলার আইসক্রিম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ, জেনন একাডেমি, রেটিনা রাজশাহী এবং অরবিটাল।
ঢাকা/মাহাফুজ/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ক অল ম প য় অন ষ ঠ আরজ প
এছাড়াও পড়ুন:
এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে ১৩টি পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘দ্য স্টুডিও’। এর মধ্যে সেরা কমেডি সিরিজের পুরস্কারও রয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেট বারগেৎজি।
এমি বিজয়ী হলেন যারা—
সেরা কমেডি সিরিজ: দ্য স্টুডিও
সেরা ড্রামা সিরিজ: দ্য পিট
সেরা লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: অ্যাডোলেসেন্স
আরো পড়ুন:
সত্যিই কি ফের বাবা হয়েছেন তাহসান?
রিসোর্ট খুঁজছেন ফারিয়া, সারজিস কী পরামর্শ দিলেন?
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, (দ্য পিট)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ): সেঠ রোগেন (দ্য স্টুডিও)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার (সেভারেন্স)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস)
সেরা অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ): স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): ক্রিস্টিন মিলিওতি (দ্য পেঙ্গুইন)
সেরা পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র্যানডাল, (স্লো হর্সেস, হ্যালো গুডবাই)
সেরা পরিচালক (কমেডি সিরিজ): সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ (দ্য স্টুডিও, দ্য অনার)
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি (অ্যাডোলেসেন্স)
সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): হান্না আইনবাইন্ডার (হ্যাকস)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): জেফ হিলার (সামবডি সামহোয়ার)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): ক্যাথেরিন লানাসা (দ্য পিট)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): ট্রামেল টিলম্যান (সেভারেন্স)
সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): এরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)
ভ্যারাইটি টক সিরিজ: দ্য লেট শো
ভ্যারাইটি স্ক্রিপ্টেড সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার
তথ্যসূত্র: ভ্যারাইটি
ঢাকা/শান্ত