ময়মনসিংহের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (পুরুষ) প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানের বদলির আদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তালা ঝুলিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা অফিসের সব কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে বিপাকে পড়েন।

আরো পড়ুন:

বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ ও নিন্দা

৩ দফা দাবিতে আগারগাঁওয়ে শেকৃবি শিক্ষার্থীদের ব্লকেড

বদলি আদেশ প্রত্যাহার ছাড়া অন্য দাবিগুলো হল, শিক্ষার্থীদের হুমকিদাতা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যুগ্ম-সচিব বদরুল হাসান লিটনের বিরুদ্ধে ব্যবস্থা; অসৎ বদলি বাণিজ্য সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা; সদ্য যোগদান করা প্রধান সহকারী হিসেবে দুর্নীতিবাজ আজহারুল ইসলামকে বদলি করতে হবে।

শিক্ষার্থীরা জানান, নিয়ম বহির্ভূতভাবে প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানকে বদলি করা হয়েছে। তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে ১৪ দিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করছে। তিনি খুবই শিক্ষার্থীবান্ধব, তার বদলি মেনে নেওয়ার মত না। তাই সকাল থেকে প্রশাসনিক ভবন এবং জেলা শিক্ষা অফিস কার্যালয়ে তালা দিয়ে আন্দোলন করা হচ্ছে। দ্রুত বদলির সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আন্দোলন চলমান থাকবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অধ্যক্ষ একেএম আলিফ উল্লাহ আহসান বলেন, “সকাল থেকে আমরা অবরুদ্ধ। শিক্ষার্থীরা তালা দিয়ে রেখেছে। বদলি এবং প্রত্যাহার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে হয়। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়েছে।”

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (পুরুষ) ময়মনসিংহের অধ্যক্ষ ড.

মো. জয়নুল আবেদীন খান বলেন, “বদলির বিষয়ে আমার কোনো হাত নেই। আমারও যেকোনো সময় বদলি হতে পারে। কিন্তু শিক্ষার্থীরা প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানের বদলির আদেশ ঠেকাতে আন্দোলন করছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোও হয়েছে। কোন সিদ্ধান্ত কি আসে তারাই ভালো বলতে পারে।”

গত ১৪ আগস্ট প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানকে গৌরীপুর সরকারী কলেজে হিসাবরক্ষক হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকা/মিলন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ খ ম হ ম মদ স র জ জ ম ন র বদল বদল র

এছাড়াও পড়ুন:

দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।

আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল
  • মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
  • দেশজুড়ে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস
  • দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক
  • এনসিএল: তিন সেঞ্চুরি ও মিরপুরে উইকেটের মিছিল
  • রংপুরকে পেয়েই আবার নাঈমের সেঞ্চুরি, সেঞ্চুরি মাহফিজুল ও সাদিকুরেরও
  • রাতে বাড়িতে পুলিশের অভিযান, ভোরে ধানখেতে পাওয়া গেল রক্তাক্ত মরদেহ
  • সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • পূর্বধলায় ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২