ফতুল্লায় কিশোরীকে ধর্ষণ চেস্টার অভিযোগে ৩ কিশোর গ্রেপ্তার
Published: 29th, August 2025 GMT
ফতুল্লার লালপুরে নয় বছর বয়সী এক কিশোরী কে ধর্ষনের চেস্টার অভিযোগে তিন কিশোর কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার বাহাদুর মিয়ার পুত্র মারুফ (১৭), বাবুল মিয়ার পুত্র রাজু (১৪) ও একই এলাকার দুলাল মিয়ার ভাড়াটিয়া জয়ন্ত (১৪)।
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে তাদেরকে ফতুল্লা মডেল থানার লালপুর পৌষাপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
জানা যায়, কিশোরীর মা স্থানীয় একটি গার্মেন্টেসে কাজ করে এবং বাবা অটোরিক্সা চালক। চলতি মাসের ২৪ তারিখে রাত সাতটার দিকে তারা উভয়েই কাজের জন্য বাসার বাইরে থাকার সুযোগে গ্রেপ্তারকৃতরা তার বাসায় গিয়ে কিশোরী মেয়েকে কৌশলে বাসা থেকে ডেকে বের করে পার্শ্ববর্তী একটি পাঁচতলা বিল্ডিংয়ের ছাদে নিয়ে জোড় পূর্বক ধর্ষণের চেস্টা করে। এ সময় সে ডাক-চিৎকার করলে তারা সটকে পরে।
পরবর্তীতে পরেরদিন রাত আটটার দিকে কিশোরী পাশের বাড়ীতে ঘুমাতে যাবার সময় রাস্তা থেকে তুলে নিয়ে ঐ একই ছাদের নিয়ে গিয়ে দ্বিতীয় দফায় ধর্ষন করার চেস্টা করে। এ সময় কিশোরী আবারো ডাক চিৎকার করলে গ্রেপ্তারকৃতরা দৌড়ে পালিয়ে যায়।
এর তিন দিন পর ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বাসায় একা থাকা কিশেরী মেয়েকে ডাকাডাকি করলে সে ভয়ে দরজা লাগিয়ে রুমের ভিতর বসে থাকে। দুপুরে কিশোরীর মা বাসায় খেতে এলে সকল কিছু খুলে বলে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শরিফুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে আমরা রাতে অভিযান চালিয়ে জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছি। তারা সকলেই কিশোর।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল
ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ