গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে একসঙ্গে ব্যক্তিগত কারণ দেখিয়ে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা পদত্যাগ করেছেন। আজ শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।  

পদত্যাগকারী নেতারা হলেন, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ইউনুস মুন্সী এবং ১নং ওয়ার্ডের প্রচার সম্পাদক কামরুল ইসলাম।

লিখিত বক্তব্যে ইউনুস মুন্সী বলেন, ‘‘আজ শুক্রবার (২৯ আগস্ট) থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। আমি দৃঢ়ভাবে জানাচ্ছি, আমি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে আমি ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।’’ 

কামরুল ইসলাম বলেন, ‘‘আজ শুক্রবার (২৯ আগস্ট) আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিলাম। এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার সম্পর্ক থাকবে না।’’ 

এর আগে মুকসুদপুর উপজেলা থেকে ১৫ জন এবং টুঙ্গিপাড়া ও কাশিয়ানী থেকে দুইজন করে মোট ১৯ নেতা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। 

ঢাকা/বাদল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পদত য গ আওয় ম

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ