নূরের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
Published: 29th, August 2025 GMT
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আরো পড়ুন:
হামলার প্রতিবাদে রাজশাহীতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
ঝিনাইদহে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
এসময় তারা ‘ব্যান ব্যান, জাপা জাপা', ‘নুর ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে', ‘জাতীয় পার্টির চামড়া, তুলে দেব আমরা’- এমন স্লোগান দেন।
বিক্ষোভে ইসলামী ছাত্র আন্দোলনের ঢাবি শাখার সভাপতি ইয়াসিন আরাফাত বলেন, “আজকে যে সেনাবাহিনী তার ওপর হামলা করেছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এই ঘটনার পরও জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা না হয়, তাহলে ছাত্র- জনতা আবার রাজপথে নেমে আসবে।”
এক্টিভিস্ট জুবাইর বিন নেছারি বলেন, “জাতীয় পার্টি নামে কোনো পার্টি নেই; যা আছে তা হলো আওয়ামী লিগের বি-টিম। ৫ আগস্টের পরে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।”
ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, “এই যে জাতীয় পার্টিকে সেভ করল, ইন্টেরিম গভর্নমেন্ট কি জাতীয় পার্টির পাহারাদার? যারা জুলাইকে মানতে পারে না, তারাই এই হামলা করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী মাহিন সরকার বলেন, “আমরা যখন (নিষিদ্ধ) ছাত্রলীগের গেস্টরুম, গণরুম কালচারে অতিষ্ঠ ছিলাম, তখন যে গুটিকয়েক মানুষ এই রাজুতে এসে দাঁড়াত; তাদের নেতৃত্ব দিত; নূর ভাই তেমন একজন। আগামীতে যাতে আর কোনো জুলাই যোদ্ধার ওপর আঘাত না আসে, সেটি নিশ্চিত করুন; সাবধান হয়ে যান। না হলে কিন্তু গদি কেঁপে উঠবে।”
ঢাকা/সৌরভ/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন র ল হক ন র র ওপর
এছাড়াও পড়ুন:
হাসপাতাল ছেড়ে বাসায় গেলেন নুর
গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতাল ছাড়েন।
আরো পড়ুন:
নুরের শর্ট টাইম মেমোরি লস হয়নি: ঢামেক পরিচালক
গণঅধিকারের সমাবেশে বিভিন্ন দলের নেতা: জাতীয় পার্টিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি জানিয়ে বলেন, “নুরুল হক নুরকে হাসপাতালের ভিআইপি কেবিন-১ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। পরে বিকেল পোনে ৫টার দিকে অ্যাম্বুলেন্সে করে তিনি নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন।”
এর আগে গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন রাত সোয়া ৯টার দিকে সংঘর্ষ হয়, এতে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
নুরুল হক নুরকে প্রথমে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি প্রায় ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা/এসবি