গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে ‘চট্টগ্রাম ব্লকেড’ কর্মসূচি পালন করছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। 

শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে নগরীর ২ নম্বর গেট গোল চত্বরে অবস্থান নিয়ে সড়কে ব্যারিকেড দেন তারা। এর ফলে নগরীর সিডিএ অ্যাভিনিউ, ২ নম্বর গেট, মুরাদপুর-জিইসি এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে অক্সিজেন, বায়েজিদ সড়ক এবং মুরাদপুর থেকে জিইসি পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে, ২ নম্বর গেট গোল চত্বরে প্রতিবাদ কর্মসূচিতে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

বিক্ষোভস্থলে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম। 

ঢাকা/রেজাউল/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ শাখার সভাপতিকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ শাখার পদত্যাগী সভাপতি মো. আল আমিন সরদারকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গণঅধিকার পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আল আমিন সরদারকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পত্রে আরো উল্লেখ করা হয়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মহসিন শেখকে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ২৪ অক্টোবর ৭৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ার ৭২ ঘণ্টা পার না হতেই সোমবার (২৭ অক্টোবর) যুবলীগ নেতা ও এনসিপি নেতাদের পদ দেওয়া এবং বিভাগীয় উপ-কমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির সভাপতিসহ ৫৯ জন নেতা পদত্যাগ করেন। 

ঢাকা/বাদল/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ শাখার সভাপতিকে অব্যাহতি