উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে প্রাণ দেওয়া ‘শহীদদের’ পরিবারের জন্য ‘একটি সুন্দর জীবনের’ প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, শুক্রবার কিম সেনাদের পরিবারকে স্বাগত জানিয়েছেন এবং দেশের সম্মান রক্ষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের ‘মূল্যবান জীবন বাঁচাতে ব্যর্থ হওয়ার জন্য শোক’ প্রকাশ করেছেন।

কিম নিহত সেনাদের বাবা-মা, স্ত্রী এবং সন্তানদের উদ্দেশ্যে বলেন, সেনা ও অফিসারদের বীরত্বপূর্ণ কীর্তি সম্ভব হয়েছে ‘বিশ্বের সবচেয়ে দৃঢ়, দেশপ্রেমিক এবং ন্যায়পরায়ণ মানুষ’ পরিবারগুলোর প্রদত্ত শক্তি ওসাহসের কারণে।

তিনি বলেছেন, “তারা আমাকে একটি ছোট চিঠিও লেখেনি, তবে আমি মনে করি তারা অবশ্যই তাদের প্রিয় সন্তানদেরসহ তাদের পরিবারগুলোকে আমার কাছে অর্পণ করেছেন। দেশ শহীদদের জীবনের বিনিময়ে সুরক্ষিত দেশে তোমাদের একটি সুন্দর জীবন প্রদান করবে।”

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে যে কিম পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন।

ইউক্রেন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিল, রাশিয়ার পক্ষে ইউক্রেনে লড়াই করছে উত্তর কোরিয়ার সেনারা। কিম এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েক মাস নীরবতার পর এপ্রিলে মোতায়েনের কথা স্বীকার করেন।

শনিবার রাষ্ট্রীয় টেলিভিশন ২৫ মিনিটের একটি তথ্যচিত্র সম্প্রচার করেছে। সেখানে ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ান অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের তাড়িয়ে দেওয়ার জন্য ‘অপারেশন কুরস্ক লিবারেশন’-এ অংশ নেওয়া সেনাদের ফুটেজ অন্তর্ভুক্ত ছিল।
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন র জন য পর ব র র জ বন

এছাড়াও পড়ুন:

আবারো জামায়াতের আমির হলেন শফিকুর রহমান

আবারো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তৃতীয়বারের মতো তিনি এই পদে নির্বাচিত হলেন।

রবিবার (২ নভেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ।

আরো পড়ুন:

হাসপাতালের নতুন ভবন চালুতে ১০ লাখ টাকা অনুদান দিল জামায়াত 

নির্বাচনে ‘অবিচল’ সরকার, যে যার শর্তে ‘অটল’ রাজনৈতিক দল

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের ‘আমির’ ঘোষণা করেন।

এর আগে, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের রুকনদের (সদস্য) কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ