ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা এবং এর প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ-সমাবেশের প্রেক্ষাপটে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘‘তারা যেন এটা মনে না করে, রংপুরে জাতীয় পার্টি দুর্বল। এখানে হামলা করতে আসলে সবগুলোর হাত-পা ভেঙে দেওয়া হবে।’’

শনিবার (৩০ আগস্ট) দুপুরে রংপুরের সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘‘জাতীয় পার্টিকে নিয়ে গভীর স্বড়যন্ত্র করা হচ্ছে। গতকাল (শুক্রবার) ঢাকায় ষড়যন্ত্রে মেতেছিলেন তারা। রংপুরে এখন পর্যন্ত এমন আশঙ্কা নেই। ওদের যদি তেমন শক্তি-সামর্থ্য থাকে তাহলে আসুক, দেখুক কী অবস্থা হয়।’’

রাজধানীর কাকরাইলে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরসহ বেশ কয়েকজন আহত হন।

জাতীয় পার্টির ওপর হামলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মোস্তফা সাংবাদিকদের বলেন, ‘‘জাতীয় পার্টি নির্বাচনে গেলে ভালো ফলাফল করতে পারে, এমন আশঙ্কা থেকে বারবার দলটিকে নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। আওয়ামী লীগের নেতারা পলাতক কিংবা কারাগারে। তাদের সাধারণ কর্মী বা ভোটাররা জাতীয় পার্টিকে ভোট দিতে পারে, এমন আশঙ্কা থেকে বারবার এমন ষড়যন্ত্রে মেতেছে তারা। যারা এ সব করছেন তারা নির্বাচনে জামানাত রক্ষা করতে পারবেন না।’’ 

তিনি আরো বলেন, ‘‘কিছু উসকানিদাতা জাতীয় পার্টিকে বার বার হেনস্তা করার চেষ্টা চালাচ্ছে। তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলেছেন। আমি মনে করি, এটা একটা লজ্জাকর ব্যাপার। সিদ্ধান্ত দেবে সাধারণ জনগণ।’’ 

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘‘মুক্তিযোদ্ধাদের অপমান মানে বাংলাদেশকে অপমান করা। মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা মানে বাংলাদেশের পতাকা কলঙ্কিত করা। আমার মনে হয়, আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। স্বাধীনতার পক্ষের শক্তি, একাত্তরের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। একাত্তরের চেতনায় যারা বিশ্বাসী তাদের কোণঠাসা করার অপচেষ্টা চলছে।’’ 

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসিরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 

এদিকে, নুরের ওপর হামলার প্রতিবাদ, জাতীয় পার্টি নিষিদ্ধ করা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রংপুর নগরীর সেনপাড়া দলের স্থানীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন গণধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা কমিটির সাবেক আহ্বায়ক ইমরান আহমেদ, গণঅধিকার পরিষদের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তুষার আহমেদ প্রমুখ।

এ সময় গণঅধিকার পরিষদের নেতারা বলেন, ‘‘সরকারের স্পষ্ট মদতে নুরের উপর হামলা করা হয়েছে।’’ এ হামলার বিচার দাবি করেন তারা। পরে মিছিল নিয়ে রংপুর নগরীর মডার্ন মোড় ব্লকেট কর্মসূচি পালন করেন। সেখানে নুরের ওপর হামলার বিচার দাবি করেন। 

ঢাকা/আমিরুল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর নগর র

এছাড়াও পড়ুন:

গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ শাখার সভাপতিকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ শাখার পদত্যাগী সভাপতি মো. আল আমিন সরদারকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গণঅধিকার পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আল আমিন সরদারকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পত্রে আরো উল্লেখ করা হয়, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মহসিন শেখকে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ২৪ অক্টোবর ৭৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ার ৭২ ঘণ্টা পার না হতেই সোমবার (২৭ অক্টোবর) যুবলীগ নেতা ও এনসিপি নেতাদের পদ দেওয়া এবং বিভাগীয় উপ-কমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির সভাপতিসহ ৫৯ জন নেতা পদত্যাগ করেন। 

ঢাকা/বাদল/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ শাখার সভাপতিকে অব্যাহতি