সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম আসমা বেগম (৩৫)। সাতদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে নিহতের কলেজ পড়ুয়া মেয়ে তিশা (১৭) মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭জনে।

শনিবার দুপুরে আসমা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় আসমার মৃত্যু হয়েছে। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত ২৩ আগস্ট ভোররাত সাড়ে ৩ টার দিকে সিদ্ধিরগঞ্জের পূর্ব পাইনাদির জাকির খন্দকারের টিনশেড বাড়িতে  বিকট শব্দে বিষ্ফোরণের ঘটনায় দুটি পরিবারের নারীও শিশুসহ ৯ জন অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ণ এন্ড প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

দুটি পরিবারের মধ্য হাসান গাজীসহ তার স্ত্রী সালমা বেগম, মেয়ে মুনতাহা, জান্নাত ও ছেলে রাইয়ান চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে এখন শুধু ১১ বছরের মুনতাহা হাসপাতালে কাতরাচ্ছে।

অপরদিকে জানজিল হোসেনের কলেজ পড়ুয়া মেয়ে তানজিলা আক্তার তিশার পর তার মা আসমা বেগম মারা গেছে। তিশার ছোট ভাই আরাফাত হোসেন চিকিৎসাধীন রয়েছেন।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ