মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ: চবির সব পরীক্ষা স্থগিত
Published: 31st, August 2025 GMT
মাইকে ঘোষণা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, “চবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের পরীক্ষাও ছিল। তাই বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ক্লাস চলবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের মাধ্যম শাটল ট্রেন নিয়মিত সূচিতে চলবে।”
আরো পড়ুন:
নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া
খুলনায় জাপা কার্যালয়ে হামলা, লাঠিচার্জে ছত্রভঙ্গ
এর আগে শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টার পর এক নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মারধররের জেরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন এলাকায় দফায় দফায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৬০ জন আহত হন। এর মধ্যে প্রায় ২১ জন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের চবি মেডিক্যাল সেন্টারে চিকিৎসা চলছে।
চমেকে পাঠানো আহত শিক্ষার্থীরা হলেন, ফুয়াদ হাসান আরবি বিভাগ), শাওন (আন্তর্জাতিক সম্পর্ক), তাহসান হাবিব (ইতিহাস), আশ্রাফ রাতুল (লোক প্রশাসন), লাবিব (গণিত), হাসান জুবায়ের হিমেল (ইংরেজি), নাহিন মুস্তফা (অর্থনীতি), আশিকুর রহমান ( ইসলামিক স্টাডিজ), মাহিন (দর্শন), হুমায়ুন কবির (সমাজতত্ব), তামিম (দর্শন), রিদুয়ান (ব্যাংকিং), রিফাত (একাউন্টিং), রিপন (একাউন্টিং), সাইদুল ইসলাম (বাংলা), মো.
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত সাড়ে ১১টায় ভাড়া বাসায় ফিরতে দেরি হওয়ায় এক নারী শিক্ষার্থীকে ওই বাড়ির দারোয়ান হেনস্তা ও মারধর করেন। খবর পেয়ে সহপাঠীরা গিয়ে দারোয়ানকে ধরার চেষ্টা করলে স্থানীয়রা মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। বাচামিয়ার দোকানসংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের ওপর চারদিক থেকে হামলা হয়, পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো ২নং গেট এলাকা থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পর্যন্ত। পরে বিশ্ববিদ্যালয় থেকেও মাইকে বিষয়টি জানানো হয়।
হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতেও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা দর্শন বিভাগের ২০২৩-২৪ সেশনের জোবায়ের হোসেন নাইম বলেন, “আমাদের এক নারী শিক্ষার্থী বাসায় ঢুকতে একটু দেরি হওয়ায় দারোয়ান তাকে প্রচণ্ড মারধর করে, সে রক্তাক্ত হয়। এ অবস্থায় সে এক সিনিয়র ভাইকে বললে তাকেও স্থানীয় ছেলেরা ঘটনাস্থলে আহত করে। পরে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এরপর প্রক্টর ও পুলিশের গাড়ি গেলে স্থানীয়রা এসব গাড়িতে ভাঙচুর করেছে।”
তিনি বলেন, “আমাদের অনেক ভাইকে কুপিয়েছে। তারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দা, রামদা, কাঁচি নিয়ে আমাদের ওপর হামলা করেছে। তারা ফায়ারিংও করেছে।”
ঘটনার প্রত্যক্ষদর্শী আয়েশা আবেদীন নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ফেসবুকে লিখেন, “ঘটনাটা আমার বিল্ডিংয়ে হয়েছে। ঘটনার রুট, মুল কালপিট আমাদের দারোয়ান। তার ব্যবহার বরাবরই বাড়িওয়ালার ৩০ ডিগ্রি উপরে। কাহিনি হলো, এক আপু ৩ তলায় থাকেন। উনি বাসায় ঢুকতে ১১টা ক্রস করে, তবে ১১টা ৩০ এর আগেই আসে। আমাদের গেট ১১টায় অফ হয়ে যায়।”
তিনি আরো বলেন, “আপুর লেট হবে এটা সে আগেও জানিয়ে দেয়, তবে আপু যখন বাসায় আসে তখন দারোয়ান গেট বন্ধ করে ঘুমিয়ে যায়। আপু বারবার দরজা ধাক্কায়, একপর্যায়ে দারোয়ান দরজা খুলে এবং দুজনের তর্ক হয়। এমন সময় দারোয়ান মেয়ের গায়ে হাত তুলে, থাপ্পড় দেয়, অনেক বার মারে। পাশের বিল্ডিংয়ের কিছু লোক বের হয়ে দারোয়ানের কলার চেপে ধরে।”
তিনি বলেন, “এরপর আমাদের ও পাশের বিল্ডিংয়ের সবাই ঘটনা স্থলে যায়। আপুর থেকে সব শুনি। তবে এর পরেও দারোয়ানের চাপাবাজি কমে না। এরপর আপু তার পরিচিত সিনিয়রদের ডাকে। তারা দারোয়ানকে ধরতে গেলে দারোয়ান এলাকাবাসীর সহায়তায় পালিয়ে যায়। প্রথমিক ঘটনা এটুকু। এরপর স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর প্রচণ্ডভাবে হামলা চালায়।”
ঢাকা/মিজানুর রহমান/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ র ওপর পর ক ষ স ঘর ষ আম দ র ইসল ম
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলীয় সাংবাদিকের প্রশ্নে কেন চটে গেলেন ট্রাম্প, আলবানিজের কাছে নালিশেরও হুমকি দিলেন
ব্যক্তিগত সম্পদ ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে প্রশ্ন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসির এক সাংবাদিকের ওপর ভীষণ চটে যান। ওই সাংবাদিকের কারণে ‘অস্ট্রেলিয়াকে ক্ষতিগ্রস্ত হতে হবে’ বলে সতর্ক করেন তিনি। এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে আসন্ন বৈঠকে ওই সাংবাদিকের ব্যাপারে নালিশ করারও হুমকি দেন তিনি।
গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের লনে দাঁড়িয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন ট্রাম্প। এবিসির সাংবাদিক জন লায়ন্সও তাঁকে প্রশ্ন করছিলেন। লায়ন্স এবিসিতে প্রচারিত ফোর কর্নারস অনুষ্ঠানের জন্য সংবাদ সংগ্রহ করছিলেন।
লায়ন্সের সঙ্গে কথোপকথনে ট্রাম্প এটাও বলেছেন, তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে অংশ নিতে যাচ্ছেন। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার ফাঁকে ওই বৈঠক হতে পারে।
গতকাল লায়ন্স ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি কতটা ধনী হয়েছেন? তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্পকে হোয়াইট হাউসে অবস্থান করা সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।
জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জানি না।’ তিনি ব্যাখ্যা করে বলেন, ট্রাম্প অর্গানাইজেশন নামে তাঁর যে পারিবারিক ব্যবসাটি আছে, সেটি এখন তাঁর সন্তানেরা পরিচালনা করেন।
ট্রাম্পের দাবি, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই বেশির ভাগ ব্যবসায়িক চুক্তি হয়েছে।
লায়ন্সের সঙ্গে কথোপকথনে ট্রাম্প এটাও বলেছেন যে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে অংশ নিতে যাচ্ছেন। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার ফাঁকে ওই বৈঠক হতে পারে।এরপর লায়ন্স ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ব্যবসা করা ঠিক কি না? ট্রাম্প বলেন, ‘আসলে আমি নই, আমার সন্তানেরা ব্যবসা চালাচ্ছে।’
এরপর লায়ন্সকে ট্রাম্প জিজ্ঞাসা করেন, তিনি (লায়ন্স) কোথা থেকে এসেছেন।
এরপর ট্রাম্প চটে গিয়ে বলেন, এ ধরনের প্রশ্ন করার মধ্য দিয়ে লায়ন্স ‘অস্ট্রেলিয়ার ক্ষতি’ করছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলতে থাকেন, ‘আমার মতে, আপনি এ মুহূর্তে অস্ট্রেলিয়ার অনেক ক্ষতি করছেন। আর তারা আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। আপনি জানেন, আপনার নেতা (অ্যান্থনি আলবানিজ) শিগগিরই আমার সঙ্গে দেখা করতে আসছেন। আমি তাঁকে আপনার ব্যাপারে বলব। আপনি খুব খারাপ ভঙ্গিতে কথা বলছেন। আপনি আরও ভালোভাবে কথা বলুন।’
সাংবাদিক লায়ন্স ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ব্যবসা করা ঠিক কি না? ট্রাম্প বলেন, ‘আসলে আমি নই, আমার সন্তানেরা ব্যবসা চালাচ্ছে।’এরপর লায়ন্স আবারও কিছু বলতে গেলে তাঁকে থামিয়ে দিয়ে ট্রাম্প বলেন, ‘চুপ করুন’।
গত জুনে কানাডায় জি-২০ সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো ট্রাম্প ও আলবানিজের বৈঠক হওয়ার কথা ছিল। তবে হঠাৎই তা বাতিল হয়ে যায়। এর পর থেকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের চেষ্টা করছেন আলবানিজ।
আরও পড়ুনট্রাম্প-জেলেনস্কির বাগ্বিতণ্ডার পর কী বললেন স্টারমার ও আলবানিজ০১ মার্চ ২০২৫সম্প্রতি আলবানিজ বলেছেন, নিউইয়র্কে বিশ্বনেতাদের সম্মেলন ও অন্যান্য আন্তর্জাতিক সম্মেলনে যোগদানকালে ট্রাম্পের সঙ্গে তাঁর দেখা হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘নিউইয়র্কে আমাদের একে অপরের সঙ্গে দেখা হবে। আগামী সপ্তাহের মঙ্গলবার রাতে তিনি একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করছেন। এ ছাড়া চলতি বছরের শেষ নাগাদ বিভিন্ন ফোরামে আমাদের দেখা হবে। এটা সম্মেলনের মৌসুম।’
ট্রাম্পের সঙ্গে আলবানিজের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে আছে পেন্টাগনের অকাস পারমাণবিক সাবমেরিন চুক্তি এবং প্রতিরক্ষা খাতে আরও ব্যয় বাড়াতে ট্রাম্প অস্ট্রেলিয়ার কাছে যে দাবি জানিয়েছেন, তা নিয়ে পর্যালোচনা।