নেভেসের হ্যাটট্রিকে পিএসজির গোল উৎসব
Published: 31st, August 2025 GMT
ফরাসি লিগ ওয়ানে শনিবার রাতে একেবারে গোলের বন্যা বইয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সিলভার স্টারদের মাঠে তারা তুলুজকে উড়িয়ে দিয়েছে ৬-৩ ব্যবধানে। ম্যাচের নায়ক ছিলেন তরুণ জোয়াও নেভেস। যিনি দুর্দান্ত এক হ্যাটট্রিক উপহার দিয়ে রাতটিকে নিজের করে নেন।
খেলার শুরু থেকেই ঝড় তোলে পিএসজি। সপ্তম মিনিটে ওসমানে দেম্বেলের পাস থেকে বাইসাইকেল কিকে অসাধারণ গোল করেন নেভেস। মাত্র দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন তরুণ ব্র্যাডলি বারকোলা। ১৫ মিনিট না যেতেই আবারও বাইসাইকেল কিকে গোল করে জোড়া গোল পূর্ণ করেন নেভেস। এরপর ২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৪-০ করেন দেম্বেলে।
আরো পড়ুন:
তিন গোল বাতিলের পরও রিয়ালের দাপুটে জয়
আরনল্ডকে ছাড়াই ইংল্যান্ডের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন স্পেন্স-অ্যান্ডারসন
প্রথমার্ধের শেষ দিকে চার্লি ক্রেসওয়েলের গোলে একবার জ্বলে ওঠে তুলুজ। তবে বিরতিতে যাওয়ার সময়ও স্বাগতিকরা ছিল অনেকটা পিছিয়ে। বিরতির পর আবারও পেনাল্টি পেয়ে গোল করেন দেম্বেলে। ফলে তার নামের পাশে জমা হয় জোড়া গোল। ৭৮ মিনিটে নেভেস ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন।
শেষ দিকে ইয়ান ও আলেক্সিসের গোলে ব্যবধান কিছুটা কমালেও বড় হার এড়াতে পারেনি তুলুজ। শেষ পর্যন্ত ৬-৩ গোলের দারুণ জয় নিয়েই মাঠ ছাড়ে শিরোপাধারীরা।
এই জয়ে টানা তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বসেছে পিএসজি। অন্যদিকে, মৌসুমের প্রথম হারের স্বাদ পাওয়া তুলুজ ৬ পয়েন্ট নিয়ে নেমে গেছে ষষ্ঠ স্থানে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল প এসজ গ ল কর প এসজ
এছাড়াও পড়ুন:
ডাইনির সাজে শাবনূর!
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।
আরো পড়ুন:
পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ
বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক
সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।
ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”
পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”
ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”
ঢাকা/রাহাত/লিপি