সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাঘাবাড়ী ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। 

রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারা বিক্ষোভ করেন। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালকরা ভোগান্তি পড়েন। 

আরো পড়ুন:

নুরের ওপর হামলা: টুঙ্গিপাড়ায় ১২ নেতাকর্মী নিয়ে গণঅধিকারের বিক্ষোভ

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল রহমান গেদা জানান, গতকাল শনিবার রাতে বাঘাবাড়ীতে তাদের ইউনিয়ন অফিসে হামলা হয়। এসময় তাদের কাছে চাঁদা দাবি করেন বিএনপির নামধারী কিছু ব্যক্তি। তারা নানা অপকর্মে জড়িত। দ্রুত হামলাকারীদের দল থেকে বহিষ্কার এবং গ্রেপ্তারের দাবি জানান তিনি।

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আনিছ বলেন, “বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি করে না। চাঁদাবাজি করছে ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের নেতারা।” 

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলম আলী বলেন, “আজ সকাল ১০টা থেকে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালাকরা ভোগান্তিতে পড়েন। দুপুর দেড়টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।”   

ঢাকা/অদিত্য/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ অভ য গ ব এনপ

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ