বন্দরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় ইমাম হোসেন (২৭) নামে এক গাড়ি নিহতে ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

এ ঘটনায় নিহতের বড় বোন রুমি আক্তার বাদী হয়ে রোববার (৩১ আগস্ট) দুপুরে অজ্ঞাত নামা গাড়ি চালককে  আসামি করে বন্দর থানায় সড়ক র্দূঘটনা আইনে এ মামলা দায়ের করেন তিনি। 

নিহত ইমাম হোসেন সুদূর পিরোজপুর জেলার সদর থানার তেজদাসকাঠী চলিশা এলাকার বাবুল হাওলাদারের ছেলে। সে দীর্ঘ দিন ধরে তার পরিবার নিয়ে বন্দর থানার  ফুলহরস্থ আব্দুস সাত্তার মিয়ার  ভাড়াটিয়া  বাড়িতে বসবাস করে আসছিল।  

এর আগে গত শনিবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৪টায় বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের  লাঙ্গলবন্ধ ব্রীজের উত্তর পাশে ঢাকাগামী লেনে এ র্দূঘটনাটি ঘটে।

মামলা ও বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, মামলার বাদিনী রুমি আক্তারের ছোট ভাই ইমাম হোসেন পেশায় একজন ড্রাইভার। সে দীর্ঘ ১০ বছর ধরে বন্দর থানার ফুলহর এলাকার আব্দুস সাত্তার মিয়ার  ভাড়াটিয়া  বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে আসছিল।

গত শনিবার দিবাগত রাত ১২টায় ফুলহরস্থ  ভাড়া বাসা হতে  স্ত্রী মোছাঃ মীম (২৩)কে টাকা নিয়া আসছি বলে বাসা থেকে বের হয়ে  পরবর্তীতে বাসায় ফিরে আসেনি। ওই রাত অনুমান আড়াইটায় প্রতিবেশী মোঃ কবির মিয়া মোবাইল নং ০১৭১২-৬৩৪২৩৪ হতে জানায় ভোর অনুমান সাড়ে ৪টায়  বন্দর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে লাঙ্গঙ্গবন্দ ব্রীজের উত্তর ঢালে রাস্তার পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ির অজ্ঞাত চালক বাদিনীর ভাই ইমাম হোসেনকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্য বরন করে।

পরবর্তীতে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ লাশের সুরতহাল প্রস্তুত করে মৃতদেহ থানা হেফাজতে নিয়ে পিবিআই, নারায়নগঞ্জ এর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট যাচাই করে বাদিনী ভাইয়ের পরিচয় শনাক্ত করেন। উক্ত সংবাদ পেয়ে বাদিনী কাঁচপুর হাইওয়ে থানায় এসে লাশ শনাক্ত করে।

হাইওয়ে থানা পুলিশ  মৃতদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে প্রেরণের প্রাক্কালে নিহতদের  পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে বিনা ময়না তদন্তে মৃতদেহ পাওয়ার জন্য অফিসার ইনচার্জ, কাচপুর হাইওয়ে থানায় আবেদন করলে উক্ত আবেদনের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ, কাঁচপুর হাইওয়ে থানা, নারায়ণগঞ্জ মানবিক কারনে মৃতদেহ বিনা ময়না তদন্তে শরীয়াহ মোতাবেক দাফনের জন্য আমার নিকট হস্তান্তর করেন।  

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন র য়ণগঞ জ দর থ ন র

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ