‘দ্য টাইমস অব বাংলাদেশের` নতুন যাত্রা শুরু
Published: 31st, August 2025 GMT
সোমবার (১ সেপ্টেম্বর) থেকে বর্ধিত কলেবরে নতুন রূপে প্রকাশিত হচ্ছে ইংরেজি দৈনিক ‘দ্য টাইমস অব বাংলাদেশ’। দেশি-বিদেশি সংবাদ প্রবাহ সম্পর্কে পত্রিকাটি উপহার দেবে এক নতুন দৃষ্টিভঙ্গি।
ইংরেজি ভাষায় প্রকাশিত দৈনিকটি ‘উইনডো টু দ্য ওয়ার্ল্ড’ ট্যাগ লাইন পাঠকদের কাছে উপস্থাপনা করবে নতুন লোগোসহ। এই সংবাদপত্রটি গুরুত্বপূর্ণ ঘটনার গভীর ও বিস্তৃত পরিস্থিতি নতুন দৃষ্টি ভঙ্গিতে পরিবেশনায় প্রতিশ্রুতিবদ্ধ।
আরো পড়ুন:
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামীম, সম্পাদক জসীম
সাংবাদিক মোশারেফ ও শাকিলের ওপর হামলায় ডিআরইউ এর নিন্দা
সংবাদপত্রটির সংবাদ কার্যক্রম দ্য টাইমস অব বাংলাদেশের সম্পাদনা বোর্ড দ্বারা পরিচালিত।এটি রাজনৈতিক, বাণিজ্যিক অথবা মালিকানার প্রভাবমুক্ত, যা প্রচলিত সংবাদমাধ্যমের চেয়ে ভিন্ন।
‘দ্য টাইমস অব বাংলাদেশ’-এর সম্পাদনা পরিষদের সদস্য এম আবুল কালাম আজাদ বলেন, “সম্পাদকীয় স্বাধীনতা আমাদের নিজস্ব মিশনের এক অবিচ্ছেদ্য অংশ। আমরা স্বচ্ছ, নীতিবান এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। কী প্রতিবেদন হবে, কীভাবে প্রতিবেদন উপস্থাপনা করা হবে এবং কখন এটি প্রকাশ করা হবে—সব বিষয়ই প্রভাবমুক্ত হয়ে পেশাদার দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।”
জানা গেছে, দৈনিকটির বিষয়বস্তু ব্যাপকভাবে বিস্তৃত, এর মধ্যে রয়েছে—রাজনীতি, ব্যবসা, খেলা, স্বাস্থ্য সেবা, অপরাধ, প্রযুক্তি, বিনোদন এবং সংস্কৃতি, যা পাঠকদের জন্য গভীর বিশ্লেষণ এবং চিন্তার খোরাক জোগাবে। ব্রেকিং নিউজের পাশাপাশি, পাঠক ও দর্শকরা মাল্টিমিডিয়া কনটেন্ট, যেমন ভিজ্যুয়াল স্টোরিটেলিং, টক শো এবং ইভেন্ট বিশ্লেষণও পাবেন, যা পাঠকদের সমৃদ্ধ করবে।
সংবাদপত্রটি একই সঙ্গে মূদ্রিত ও অনলাইন সংস্করণে পাওয়া যাবে, যেখানে একটি ই-পেপার থাকছে, যা দৈনিক পত্রিকার মেজাজ ঠিক রেখে নিউজ পোর্টালের মাধ্যমে তথ্য ও ভিজ্যুয়াল কনটেন্ট উপহার দেবে।এই ডিজিটাল পরিবর্তন পাঠকদের যে কোনো সময় এবং যে কোনো জায়গা থেকে তাদের প্রিয় খবরের সাথে সংযুক্ত রাখতে সহায়ক হবে।
একঝাঁক তরুণ সাংবাদিক নিরলস পরিশ্রম করে টাইমস অব বাংলাদেশকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত করতে বদ্ধ পরিকর, যা পাঠকদের উপহার দেবে পূর্ণাঙ্গ মিডিয়া অভিজ্ঞতা।
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫