নেত্রকোণায় ১৬ মামলার আসামি গ্রেপ্তার
Published: 31st, August 2025 GMT
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মাদকসহ বিভিন্ন অপরাধের ১৬ মামলার আসামি সোহেল মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের ইসবপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
আরো পড়ুন:
ফিশিং ট্রলারে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা, আটক ৯
রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৫
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।
ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “সোহেল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই ও মাদক কারবার করে আসছেন। তার বিরুদ্ধে থানায় ১৬টি মামলা রয়েছে। মাদক বেচাকেনার সময় ৩২ পিস ইয়াবাসহ হাতেনাতে তাদের ধরা হয়েছে। মাদক আইনে মামলা করা হয়েছে।”
গ্রেপ্তার সোহেল মিয়া (৩০) উপজেলার চানপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। এছাড়া সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কান্দাপাড়া গ্রামের সেলিম (৫০) এবং একই উপজেলার পুরাতনপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে সৈনিক মিয়া (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
ঢাকা/ইবাদ/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫