ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন, ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হারের পেছনে মূল কারণ ছিল তার দলের মনোযোগ হারানো। লিড নিয়েও ম্যাচ হেরে যাওয়ায় তিনি বলেন, “আমরা খেলাটাই ভুলে গিয়েছিলাম।”

এই হারের মধ্য দিয়ে ২১ বছর পর প্রথমবারের মতো লিগ মৌসুমের প্রথম তিন ম্যাচের মধ্যে দুটি হারের স্বাদ পেল ম্যানসিটি। এর আগে সবশেষ ২০০৪-০৫ মৌসুমে প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছিল। সেবার ২০০৪ সালের ১৪ আগস্ট প্রথম ম্যাচে ফুলহ্যামের সঙ্গে ১-১ ড্র করে ম্যানসিটি। এরপর ২১ আগস্ট দ্বিতীয় ম্যাচে লিভারপুলের কাছে হেরে যায় ২-১ ব্যবধানে। তারপর ২৪ আগস্ট তৃতীয় ম্যাচে বার্মিংহ্যাম সিটি তাদের হারিয়ে দেয় ১-০ গোলে।

আরো পড়ুন:

ম্যানচেস্টার সিটির দাপুটে জয়

গোলবন্যায় শেষ ষোলোতে ম্যানসিটি

সোমবার (৩১ আগস্ট) ব্রাইটনের বিপক্ষে খেলার শুরুটা ছিল পুরোপুরি সিটির দখলে আরলিং হালান্ডের গোলে এগিয়েও যায় তারা। কিন্তু ঘণ্টাখানেক পরই ব্রাইটন কোচ ফাবিয়ান হুরজেলার একসঙ্গে চারজন খেলোয়াড় বদলে দেন। কিছুক্ষণের মধ্যেই জেমস মিলনারের পেনাল্টি থেকে সমতা ফেরায় ব্রাইটন। আর সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়।

ম্যাচ শেষে গার্দিওলা বলেন, “প্রথম এক ঘণ্টা আমরা অসাধারণ খেলেছি। কিন্তু গোল খাওয়ার পর হঠাৎ যেন সব ভুলে গেলাম। আমরা লং বল খেলতে শুরু করলাম, কিন্তু সেটা আমাদের খেলার ধরন নয়। আমি নিজেও খেলোয়াড় ছিলাম, তাই জানি— কখনো কখনো খেলার গতি পুরো ছবিটাই পাল্টে দেয়।’’

তবে হারের মধ্যেও কিছু ইতিবাচক দিক দেখছেন সিটি কোচ। তার ভাষায়, “আমার মনে হচ্ছে আমরা গত মৌসুমের তুলনায় আরও বেশি সক্রিয়। তবুও গতবার যেমন টটেনহ্যাম আর ব্রাইটনের কাছে হেরেছিলাম। এ মৌসুমেও একই ঘটনা ঘটল। মৌসুমের শুরুটা সবসময় কঠিন হয়, কিন্তু আমাদের জেতার পথ খুঁজে বের করতেই হবে।” 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ব র ইটন প রথম আগস ট

এছাড়াও পড়ুন:

ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া

ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক সব সময়ই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অনুযায়ী এগিয়েছে।

অতীতেও দ্বিপক্ষীয় সিরিজে লম্বা বিরতি দেখা গেছে। ১৯৫৪ থেকে ১৯৭৮—টানা ২৪ বছর পাকিস্তান সফরে যায়নি ভারত। আবার ১৯৬০ সালের পর পাকিস্তানও প্রথমবারের মতো ভারতে খেলতে যায় ১৯৭৯ সালে।

এরপর ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়েছে। এই সময়ে ভারত তিনবার পাকিস্তান সফরে গিয়ে খেলে ১২ টেস্ট, পাকিস্তানও ভারতে গিয়ে খেলে ৮ টেস্ট।

দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে পাকিস্তান তিন টেস্ট খেলতে ভারতে যায়। এর মধ্যে একটি ছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ফিরতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ২০০৪ সালে, যা ছিল ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অভিষেকের পর প্রথমবার।

২০০৪ সালের পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় ব্যাটিংয়ে নামেন শচীন টেন্ডুলকার

সম্পর্কিত নিবন্ধ

  • ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া